পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8ty ঐতিহাসিক চিত্ৰ । পদচ্যুত করিয়া তাহার স্থান গিফোর্ডকে মান্দ্রাজের অধ্যক্ষ নিযুক্ত করিলেন। চার্ণকের কাৰ্য্যদক্ষতায় তাহারা এরূপ সন্তুষ্ট ছিলেন যে, মান্দ্রাজের কর্তৃপক্ষকে লিখিয়া পাঠাইলেন যে, তাহারা তাহদের অন্যান্য সমস্ত প্ৰতিনিধিকে পদচুত করিতে পারেন, তথাপি চাণককে কাশীমবাজার কুঠীর অধ্যক্ষ নিযুক্ত করিতেই হইবে । * এই আদেশের পর চাৰ্ণক ১৬৮০ খৃঃ অব্দে কাশীমবাজারের অপক্ষ নিযুক্ত হইয়া তথায় পুনরাগমন করেন । চাণক কাশীমপাজারে আসিয়া দক্ষতাসহকারে কুঠার কাৰ্য্যপরিচালনে নিযুক্ত হন । এষ্ট সময়ে বাঙ্গলায় ইংরেজ কোম্পানীর বাণিজ্যের শ্ৰীবৃদ্ধি ঘটিতেছিল। তাহারা ইতঃপূৰ্ব্বে বিনা শুল্কে বাঙ্গলায় বাণিজ্য করার জন্য আদেশ পাইয়াছিলেন । কিন্তু প্ৰত্যেক নুশুন সুবেদারের নিকট হইতে র্তাহদিগকে তজ্জন্য নূতন সনন্দ গ্রহণ করিতে হইত। এই সমস্ত অসুবিধা নিবারণের জন্য ইংরেজ কোম্পানী নবাব সায়েস্তা খ্যার সাহায্যে বাদসহ দরবার হইতে এক নিশান লাভ করিতে সক্ষম হন । কিন্তু ইহাতেও গোলযোগের নিবৃত্তি হয় নাই । কোম্পানীর কৰ্ম্মচারিগণের সহিত মোগল কৰ্ম্মচারিগণের ক্ৰমান্বয়ে বিবাদ চলিতে থাকে। বাঙ্গলার বাণিজ্য চার্য। পূৰ্ব্বে মান্দ্রাজের অধ্যাক্ষের অধীন ছিল। এক্ষণে তাহার বিশেষরূপ উন্নতি হইতেছে দেখিয়া কোম্পানীর কর্তৃপক্ষ ডিরেক্টরগণ বাঙ্গলাকে মাত্ৰাজি হঠাতে পৃথক্ করিয়া, ইহার একজন স্বতন্ত্র অধ্যক্ষ নিযুক্ত করেন, এবং ১৬৮২ খৃঃ অব্দে উইলিয়ম হেজেস বাঙ্গলার প্ৰথম গবৰ্ণর বা স্বাধীন অধ্যক্ষ নিযুক্ত হািতয়া এখানে আগমন করেন। । যদিও এই সময়ে বাঙ্গলার বাণিজ্যের দিন দিন উন্নতি হইতেছিল, তথাপি ইহার নানারূপ বিশৃঙ্খলা উপস্থিত হয় । কতকগুলি অনধিকারী ইংরেজ এষ্ট সময়ে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর ক্ষতি করিতে প্ৰবৃত্ত হয় ও মোগল কৰ্ম্মচারিগণের সহিত ز

  • "The Court declaring to the Government of Fort St. George, "that they would rather dismiss the whole of their other Agents, than that Mr. Charnock should not be the chief of Cassimbazar." ( Bruce's Annals of the E. 1. Company, Vol II. P. 450. )
  • মুর্শিদাবাদের ইতিহাস পৃঃ ২৭৭ ৷৷