পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জব চাৰ্ণক । R 8 9 ইহার অব্যবহিত পরে কাশীমবাজার কুঠার কাৰ্য্যপরিচালনের জন্য চাণককে তথায় যাইতে আদেশ দেওয়া হয়। মাদ্রাজের অধ্যক্ষ ষ্ট্ৰেণশ্যাম মাষ্টার কাশীমবাজারে উপস্থিত হইয়া তত্ৰস্থ কুঠার কাৰ্য্যনির্বাহের নানারূপ গোলযোগ দেখিয়া চার্ণককে কাশীমবাজার আসিবার জন্য লিখিয়া পাঠান। চার্ণক পাটনা পরিত্যাগ করিয়া আসিতে অসম্মত হন । তিনি নানা প্ৰকার আপত্তি প্ৰদৰ্শন করিতে আরম্ভ করেন । কোম্পানীর কার্ষের ক্ষতি হইতেছে দেখিয়া মাষ্টার তাহার উপর অসন্তুষ্ট হন, এবং তাহাকে কাশীমবাজারের অধ্যাক্ষের পরিবর্তে হুগলীতে স্থানান্তরিত করেন ও তথায় দ্বিতীয় পদে নিযুক্ত করা হয়। হাতে চাৰ্ণক আপনাকে যারপরনাই অবমানিত মনে করেন, তিনি কিছুতেই পাটনা পরিত্যাগ করিতে সম্মত হইলেন না । কোম্পানীর কাৰ্য্যের ক্ষতি হইতেছে দেখিয়া, এবং মাষ্টারের ব্যবহারে অসন্তুষ্ট হইয়া কর্তৃপক্ষগণ র্তাহাকে 彦 কোন সতী সহমরণে যাইতে পারিত না, এবং বলপূর্বক সতীদাহ নিষিদ্ধ ছিল। এই ঘটনায় দেখিতে পাওয়া যায় যে, উক্ত বিধবা সহমরণে যাইতে তাদৃশ্য ইচ্ছুক ছিল না। প্রথমে স্বীকৃত হওয়ায় তাহার অস্ত্ৰিীয়েরা তাহাকে চিতায় উঠাইয়া দেয়, এজন্য মোগল কৰ্ম্মচারিগণ কোন আপত্তি করে। নাই। কিন্তু যখন আসন্ন মৃত্যুর ভয়ে সে অন্তর্ভূত হইয়া পড়ে, তখন তাহার আত্মীয়েরা তাহার প্রতি বলপ্রয়োগে প্ৰবৃত্ত হইলে চাৰ্ণক তাহার উa॥১ার প্রবৃত্ত হন। সে সময়ে তাহার আত্মীয়েরা বাধা দিলে রাজদণ্ডে দণ্ডিত হইত। এই ভয়ে তাহারা কিছু করে নাই, এবং চার্ণক উক্ত রমণীর রূপে মোহিত হইয়া ঐ রূপ উপায় অবলম্বন করিয়াছিলেন । সুতরাং এ ঘটনাটি যে সাধারণ ঘটনা হইতে পৃধৰু তাহাতে সন্দেহ নাই। বিধবার আত্মায়েরা বাধা না দিলেও তাহারা যে চাৰ্শকের উপর সস্তুষ্ট হইয়াছিল। তাহা নহে। হলওয়েলের লিখিত • বিবরণ হইতে আমরা তাহা জানিতে if 2GTSC37 fict(2,-"It has been already remarked in a marginal note that the Gentoo women are not allowed to burn, without an order of leave from the Mahommedan government, it is proper also to in form our readers this privilage is never withheld from them.-There have been instances known when the victim has, by Europeans, been forceably rescued from the pile ; it is currently said and believed (how true we will not aver) that wife of Mr. Vob Charnock was by him snatched from this sacrifice; be this as it may, the outrage is considered by the Gentoos, an atrocious, and wicked violation of their sacred rites, and privilages." ( Holwell's Interesting Historical Events Pt II. P. 99. )