পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 88 ঐতিহাসিক চিত্ৰ । পাটনায় অবস্থিতিকালে তিনি ইংরেজ ইষ্টইণ্ডিয়া কোম্পানীর সর্তরক্ষার জন্য চেষ্টা করিতে প্ৰবৃত্ত হন । সে সময়ে যদিও সাহানসাহা আরঙ্গজেব ভারতের অদ্বিতীয় অধীশ্বরীরূপে দিল্লীর সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তথাপি ইউরোপীয়গণ মোগল রাজত্বের শিথিল শাসন প্ৰত্যক্ষ করিয়া আপনাদিগের আধিপতাবিস্তারে যত্ন করিতে আরম্ভ করেন । তাহারা বাদসহ আরঙ্গজেবকে পরাক্রান্ত বলিয়া জানিলে গু, তাহার প্রাদেশিক শাসন কর্তৃগণকে সেরূপ মনে করিতেন। না ! ইউরোপীয় বণিকৃগণ অনেক সময়ে প্ৰাদেশিক নবাব দেওয়ান প্ৰভৃতির আদেশ অমান্য কয়িতে ক্ৰটি করিতেন না । তঁহারা আপনাদিগের সর্জরক্ষার জন্য নানা প্ৰকার উপায় অবলম্বন করিতেন । যদি কোন শাসনকৰ্ত্তা DBDDBBB BBBDB D kuB DBDBS DBD DDBB KBDBS DDDBD S DBDDBD বিরুদ্ধে বাদসহ দরবারে আবেদন করিতেন, পরে তাহার আদেশ অমান্য করিতে প্ৰবৃত্ত হইতেন । ইহাদের মধ্যে উক্ত বিষয়ে ইংরেজ বণিকগণই অগ্ৰণী ছিলেন । চাৰ্ণকের সময় পাটনায় এইরূপ গোলযোগ উপস্থিত হইয়াছিল । সে সময়ে বিহারে ইংরেজদেগের সোরার ব্যবসায় প্রচলিত ছিল, KözjСКЕ Тški যৎপরোনাস্ত লাভবান হইতেন । এই ব্যবসায়ের সুবিধার জন্য র্তাহারা নানাপ্রকার উপায় অবলম্বন করিতেন । সকল সময়ে তাহা নীতিসন্মত না হওয়ায় শাসনকর্তৃগণকে সে বিষয়ে দৃষ্টি নিক্ষেপ করিতে হইত। ১৬৭১ খৃঃ অব্দে নবাব ইব্রাহিম খাঁ তাহদের ব্যবসায়ের প্রতি কঠোর নিয়ম প্রচার করায়, ইংরেজ কোম্পানীর সোরার ব্যবসায়ের অনেক ক্ষতি হয় । চাৰ্ণক কোন উপায়ে তাহার পুরােণ করিতে না পারায় অগত্যা বাদসহ দরবারে তজজন্য আবেদন করেন । কিন্তু বাদসহ আরঙ্গজেবের দরবারে ইংরেজ কোম্পানীর সুবিধার বিশেষ কোনরূপ আশা ছিল না । এ সাত বৎসর পরে ১৬৭৮ খৃঃ অব্দে চাৰ্ণক অবগত হইলেন যে, বাদসহ ইংরেজ কোম্পানীর বাণিজ্যরক্ষার জন্য ইচ্ছুক নহেন । এষ্ট সময় হইতে ইংরেজ কোম্পানী ক্ৰমে মোগল রাজত্বের বিরুদ্ধে উত্থিত হইতে চেষ্টা করেন । যাহা হউক, চাণকের বিশেষ চেষ্টায় ব্যবসায়ের ক্ষতি অনেক পরিমাণে পুর্ণ হইতে লাগিল ।