পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জব চাৰ্ণক । 89 লাভের জন্য প্ৰাচ্য দেশে আগমন করিয়া পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় প্ৰবৃত্ত হইয়াছিলেন, সেই সময়ে সেই সেই ভিন্ন ভিন্ন পাশ্চাত্য জাতির স্বদেশীয়গণ র্তাহাদের অধীনে কাৰ্য্যের প্রত্যাশায় আপনাদিগের জন্মভূমি পরিত্যাগ করিয়া সুদূর প্রাচাদেশে উপস্থিত হইতে আরম্ভ করেন। খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীতে ইংরেজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী প্ৰতিদ্বন্দ্বিতায় অন্যান্য জাতিকে পরাজিত করিয়া । আপনাদের আধিপত্যবিস্তারে প্রয়াসী হন । তাহরীরা তজজন্য দেশীয় শাসনকর্তৃগণের নিকট অনুনয়বিনয় ও বলপ্রদর্শনে ও ক্রটি করেন নাই । ইংরেজ কোম্পানীর এইরূপ আধিপত্যবিস্তারের সময় জব চাৰ্ণক ভারতে উপস্থিত হইয়া তাহদের অধীনে নিযুক্ত হন । ১৬৫৮ খৃঃ অব্দে তঁহাকে প্রথমতঃ কাশীমবাজার ইংরেজ কুঠীর জুনিয়ার মেম্বর রূপে দেখা যায়। সেই সময়ে কেন কাশীমবাজার কুঠীর অধ্যক্ষ নিযুক্ত হইয়াছিলেন। তঁহার সাহায্যের জন্য তিন জন সহকারী নিযুক্ত হন, তাহদের নিম্নে চাৰ্ণক চতুর্থ পদে নিযুক্ত হইয়াছিলেন । * এই কাৰ্য্যে তিনি বার্ষিক ২০ পাউণ্ড বা দুই শত টাকা বেতন পাইতেন । কুঠীতে সহকারী নিযুক্ত হইয়া তিনি দক্ষতার সহিত কাৰ্য্যসম্পাদনা করিতে থাকেন । র্তাহার দক্ষতার পরিচয় কর্তৃপক্ষের কর্ণগোচর হইলে তাহার ক্রমে তাহাকে উন্নীত করিতে ইচ্ছক 乏ーT | কাশীমবাজারে কিছুকাল অবস্থান করার পর তঁহাকে পাটনায় স্থানান্তরিত করা হয় । তথায় তাহার পাঁচ বৎসর অবস্থিতি করার কথা ছিল । সেই সময় অতিবাহিত হইলে ১৬৬৪ খৃঃ অব্দে তিনি কর্তৃপক্ষের নিকট আবেদন করেন যে, তঁহার অবস্থিতিকাল পুর্ণ হইয়াছে, তিনি এক্ষণে ইংলণ্ডে প্ৰত্যাবৰ্ত্তন করিবার চেষ্টা করিতেছেন । তবে যদি তাহারা তাহাকে পাটনার অধ্যাক্ষের পদ প্ৰদান করেন, তাহা হইলে তিনি ভারতবর্ষে অবস্থিতি করিতে পারেন । কর্তৃপক্ষ তাহার প্রার্থনা গ্ৰাহা করিয়া তাহাকে পাটনা কুঠীর অধ্যাক্ষের পদেও নিযুক্ত করিয়াছিলেন। চাৰ্ণক ১৬৮০ খৃঃ আব্দ পৰ্য্যন্ত পাটনার কুঠীর অধ্যক্ষস্বরূপে নিযুক্ত ছিলেন । a

  • Job Charnock Fourth 204. (Hedges' Diary Vol II.XIvi )