পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२भ दर्द, ७छे म९थT1 ] [ মাঘ, ১৩১১ ৷৷ জব চাৰ্ণক। - -aoo- .彎、 ভাগীরথীর স্বচ্ছ সলিল প্ৰতিবিম্বিত করিয়া সৌধকিরিটিনী কলিকাতা বিশাল ভারতসাম্রাজ্যের রাজধানীরূপে বিরাজ করিতেছে । বিহু তালোকে উদ্ভাসিত হইয়া ভুবন সুন্দরী কলিকাতা অমরাবতীর শোভাকেও পরাজিত করিয়াছে। ভারতসাম্রাজ্যের রাজপ্রতিনিধির প্রাসাদ-ভবন বক্ষে ধারণ করিয়া সেই রম্য মহানগরী অপূৰ্ব্ব গৌরবে গৌরবান্বিত হইয়া উঠিয়াছে। তাহার সুদৃঢ় দুর্গফোর্ট উইলিয়মের বিজয়-বাদ্য ভাগীরথীর তরঙ্গ-লহরীকে আন্দোলিত করিয়া তুলিয়াছে। দুৰ্গশিখরস্থ বিজয়-কেতন অনন্ত আকাশের নীলিমা চুম্বন করি।-- বার জন্য বায়ুসাগরে অবিরত সন্তরণ দিতেছে ! যে দিকে দৃষ্টি নিক্ষেপ কর, সেই দিকে সুধাধৱলিত রম্য নিকেতনসমূহ গগন স্পর্শ করিবার জন্য মন্তক উত্তোলন করিতেছে। বিশাল রাজপথসকল শকটভারে। প্ৰপীড়িত হইয়া কোলাহল-ধ্বনিতে সমগ্ৰ নগরীকে শব্দায়মান করিয়া তুলিতেছে । বিদ্যুতের পৃষ্ঠে কশাঘাত করিয়া অপুৰ্ব্ব যানসমূহ অবিরাম গতিতে ছুটয়া চলিয়াছে। নানা শোভায় শোভান্বিত হইয়া পণ্য বিথিাকাগুলি চিত্ত হরণ করিতেছে। বাণিজ্য-লক্ষ্মী মণিমাণিক্যজড়িত সুবৰ্ণ-শৃঙ্খলে আবদ্ধ হইয়া যেন ইহাতে চিরদিনের জন্য অবস্থিতি করিতে বাধ্য হইয়াছেন। বিশাল জলযানসমূহ ভাগীরথীকে আচ্ছন্ন করিয়া ফেলিয়াছে । তাহারা এরূপ দুর্ভেদ্য প্ৰাচীরের ন্যায় অবস্থিতি করিতেছে যে, বাণিজ্যলক্ষ্মী তাহাদিগকে ভেদ করিয়া একপদও অগ্রসর হইতে সাহসী হইতেছেন না। পৃথিবীর নানা দেশের বণিকৃগণ এই ৷ বিশাল নগরীতে আপনাদিগের আবাসস্থান স্থাপন করিয়া অশেষ সম্পত্তির ।