পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিরাজ-সমাধিদর্শনে কোন শান্তি-সাধনায় মগ্ন তুমি আজি, হে বঙ্গ-গৌরব-রবি নবাব সিরাজ ! পার্থে, তব মাতামহ আলীবর্দী খান, জুড়া'তে তোমার ক্লান্ত অনুতপ্ত প্ৰাণ --তোমারি ভগন সুরে মিশাইয়া তান, গাঁহিছে অনন্ত-গীতি । এ খোশবাগান ব্যথিতের অশ্রুজালে দিতেছে প্লাবিয়া পথিক দাড়ায় আসি স্তম্ভিত হইয়া । হে সিরাজ ! মহাবীর ইসলাম-রােতন, সুপ্তি শান্তিবাসে হায় বসি অনুক্ষণ এখানে কি ভাব দেব আমাদের তরে, এখনো কি বঙ্গ-রাজ্য। কভু মনে পড়ে ? নিয়তির কাল-চক্ৰে হইয়ে পতিত, যদি ও হে হ’লে তুমি অকালে নিদ্রিত, তথাপি ওখান হ’তে ক’রে আশীৰ্ব্বাদ, যেন মোরা ভুলে যাই সন্তাপ বিষাদ ! শান্তিদেবী নিত্য আসি দিন দরশন, তুমি ও ভুলিয়া যাও “সংসার স্বপন” ! পথিকের দুই বিন্দু তপ্ত অশ্রুজলে দয়া করে উপহার লাও পদতলে ! শেখ জানিরুদ্দীন-ইসলাম-প্রচারক ।