পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

西外&〔节1 ৩১৭ প্রথমতঃ বিহারে আগমন করেন, পরে তথা হইতে বাঙ্গলার দিকে অগ্রসর হইয়াছিলেন। এদিকে রঘুজী ভোসেলা ভাস্করের উত্তেজনায় নিজে বাঙ্গলায় উপস্থিত হইলে আলিবর্দি দুই দল মহারাষ্ট্রীয় সৈন্যের আগমনে অত্যন্ত ভীত | হইয়া পড়েন। অবশেষে তিনি ভাগলপুরের নিকট বাজীরা 2 এর সহিত সাক্ষাৎ করিয়া র্তাহাকে অনেক উপঢৌকনাদি প্রদান করেন, এবং দুইজনে মিলিত झूठेक्षा রঘুজীর বিরুদ্ধে অগ্রসর হন । পেশওয়া আজিমাবাদ প্ৰভৃতি প্রদেশের } চৌথ গ্রহণের প্রস্তাব করিলে, নবাবকে অগত্যা স্বীকার করিতে হয় । পেশওয়া ও নবাবের মিলন শুনিয়া রঘুজী বাঙ্গলা পরিত্যাগের চেষ্টা করিতে প্ৰবৃত্ত হন, ! কিন্তু বালাজী রা ও সহসা তঁহাকে আক্রমণ করায়, তিনি পরাজিত হইয়া প্ৰস্থান করেন । ইহার পর অতি অল্পকালের জন্য বঙ্গভূমি মহারাষ্ট্ৰীয়দিগের হস্ত হইতে নিস্কৃতি লাভ করিয়াছিল । অধিক দিন স্থিরভাবে অবস্থিতি করিতে না পারিয়া মহারাষ্ট্ৰীয়েরা পুনৰ্ব্বার ১৭৪৪ খৃষ্টাব্দে বাঙ্গলায় আসিয়া উপস্থিত হয় । বর্ষার আপগমে ভাস্করপন্ত প্ৰায় দ্বাবিংশ সহস্ৰ সৈন্যের সহিত উড়িষ্যা অতিক্ৰম করিয়া কাটোয়ায় আগমন করেন। নবাব মহারাষ্ট্রীয়দিগের পুনরাগমনে যারপরনাই চিন্তিত হইয়া পড়েন । ক্রমাগত যুদ্ধের পর যুদ্ধে তাহার সৈন্য গণ ক্লান্ত হইয় পড়িয়াছিল। র্তাহার প্রধান সেনাপতি মস্তাফা খাঁ। কৰ্ম্ম পরিত্যাগের চেষ্টা করিতেছিলেন, নবাব তাহাদিগকে নানা প্ৰকার প্রলোভন দেখাইয়া বশীভুত করেন । এইরূপ * নানা প্রকার গোলযোগে নবাব মহারাষ্ট্রীয়দিগের সহিত পুনর্বার যুদ্ধে প্ৰবৃত্ত হওয়া অসুবিধাজনক মনে করিতেছিলেন । তিনি কৌশলে এই শত্রুপক্ষের হস্ত হইভেক্ত নিস্কৃতিলাভের উপায়াবলম্বনে প্ৰবৃত্ত হন । আলিবর্দি খাঁ মহারাষ্ট্ৰীয়দিগের সহিত সন্ধি করিবার জন্য ভাস্করের নিকট প্ৰস্তাব করিয়া পাঠান, ভাস্কর ও তাহাতে সন্মত হন । মুর্শিদাবাদ হইতে প্ৰায় ৬ ক্রোশ দক্ষিণে মণকরা নামক স্থানে সন্ধি-শিবির প্রতিষ্ঠিত করিয়া নবাব ভাস্করকে নিমন্ত্রিত করিয়া zDDL BBD BBBD DBB DBBDBD DBB sBB BDD SDDDSS DBDDDDD প্ৰকৃত মনোভাব কিন্তু অন্যরূপ ছিল । ভাস্কর নবাবের মনোগত ভাব বুঝিতে