পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፵5jፍCማö ! Oda জগৎশেঠের মৃত্যুতে আলিবর্দি খাঁ অত্যন্ত অভাব অনুভব করিতে লাগিলেন। যাহার সাহায্যে ও পরামর্শে তিনি ভাগ্যলক্ষ্মীর আশীৰ্ব্বাদ লাভ করিয়া মুর্শিদান বাদের সিংহাসনে উপবিষ্ট হুইয়াছিলেন, এবং মহারাষ্ট্রীয় আক্রমণরূপ ভীষণ বিপদ হইতে যিনি তঁহাকে পদে পদে রক্ষা করিয়াছিলেন, তাহার অভাব যে যারপর নাই কষ্টকর। তাহাতে সন্দেহ f কিন্তু অল্পকাল মধ্যে শেঠ মহাতাবােচাদ নবাবের সে অভাবমোচনে সমর্থ হইয়াছিলেন । ফতে চাদের ন্যায় প্রতিভাশালী কার্যদক্ষ ও সুচতুর ব্যক্তি অল্পই छूछे श्वा থাকে, তিনি জগৎশেঠবংশীয় দিগের মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ ছিলেন । আপন প্ৰতিভা এ০ ক্ষমতাবলে তিনিই প্ৰথমে “জগৎশেঠ” উপাধি লাভ করেন । মাণিকচাদ হইতে যে গদীর উন্নতি আরম্ভ হইয়াছিল, ফতেচাদের দ্বারা তাহ পূর্ণতা প্রাপ্ত হয়। বাদশাহ ও নবাব দরবারে তাহার অসীম প্রতিপত্তি ছিল । কেবল সরফরজ খাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগদান করিয়া তিনি আপনার নামকে কলঙ্কিত করিয়া গিয়াছেন । তথাপি গিনি সে বহুগুণে গরীয়ান ছিলেন তাহা অস্বীকার করিবার উপায় নাই । rܕܚ f -ܬܼܪ المص ধৰ্ম্মনাশে সিপাহী-বিদ্রোহ । v 3 10 খৃষ্ঠায় ১৮৫৭ অব্দে বঙ্গভূমি ইষ্টতে সে অগ্নিস্ফুলিঙ্গ উদগত হুইয়া সমগ্ৰ উত্তর ভারতবর্ষে প্ৰচণ্ড দাবানালের সৃষ্টি করিয়া ছিল, তা স্থার প্ৰিলয়ঙ্করী কাহিনী ८ टं.छ । (ट्न्तू '° भूलका ラ অদ্যাপি ভুরত ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পি ঘোষিত হ মানগণ এক হ্রাসুত্রে আবদ্ধ হইয়া কিরূপে এই বিদ্রোহের সূচনা করিয়াছিল ৪ স্ব স্ব জাতীয় সিপাহীগণের সাহায্যে কি রূপে ব্রিটিশসিংহকে উত্তাক্ত করিয়াছিল, যাহারা ভারতবর্ষের ইতিহাস পাঠ করিয়াছেন তাঁহারা সকলেই সে বিষয়ের অল্পবিস্তর অবগত আছেন । কিন্তু কি নিমিত্তে এই মহাপ্ৰলয়াগ্নির উৎপত্তি হইয়াছিল, সে বিষয়ের নানা কারণ কল্পিত হইয়া থাকে । লর্ড