পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মনাশে সিপাহী-বিদ্রোহ । VORS পাইয়াছিলেন, ইহাই আমাদের ধারণা । বিশেষতঃ বাঙ্গলা দেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্ৰচলিত হওয়ায়, জমীদারদিগের অধিকার সুদৃঢ় হয়। যাহা হউক, লর্ড রবার্টস্ উক্ত মতের পোষণ করিয়া থাকেন। তাহার পর ডালহৌসীর রাজ্যবিস্তার প্রথা দেশীয় রাজনগণের মনে অশান্তির উদয় করায় এই বিদ্রোহের অবতারণা হয়। আমরা স্বতন্ত্র প্রবন্ধে লর্ড রটার্টসের এই সমস্ত যুক্তির আলোচনা করিব । বৰ্ত্তমান প্ৰবন্ধে ধৰ্ম্মনাশ - আশঙ্কায় কিরূপে সিপাহী-বিদ্রোহের অবতারণা হইয়াছিল। আমরা তাঁহারই বিষয় আলোচনা করিতেছি । যে সময়ে সিপাহীগণের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, সেই সময়ে কোম্পানীর সৈনিক বিভাগের কৰ্ম্মচারিগণ কেবল টােটাকাটাকেই ইহার মূল কারণ বলিয়া নির্দেশ করেন নাই । তাহারা বলেন যে, ব্ৰাহ্মণগণ সিপাহীদিগের মধ্যে এইরূপ কথা প্রচার করিয়াছিলেন যে, কোম্পানী তাহাদিগকে খৃষ্টান করিবে । কেবল সিপাহীদিগের মধ্যে বলিয়া নহে, সাধারণের মধ্যে কোম্পানীর রাজত্বের বিরুদ্ধে যেন অশান্তির ভাব প্ৰকাশ পাইতেছে। রাণীগঞ্জ, বারাকপুর প্রভৃতি স্থানের কৰ্ম্মচারিগণের গৃহদাহ প্ৰভৃতি তাহার কারণ বলিয়া তাহারা নির্দেশ করিয়াছিলেন। আইনবলে বিধবা-বিবাহ প্রথার অবতারণা হইতে হিন্দুৰ । দিগের মনে ধৰ্ম্মনাশের আশঙ্কা প্ৰবল হওয়ায় তাহারাই এই অশান্তির সৃষ্টি করিতেছে । অবশ্য টোটাকাটার কথা ? ইহার সঙ্গে আছে । কিন্তু তাহা মূল কারণ নহে। মেজর জেনেরাল হিয়ার্সের লিখিত ১৮৫৭ সালের ২৮ এ জানুয়ারি তারিখের একখানি পত্ৰ হইতে আমরা এ বিষয় প্ৰথমে জানিতে পাত ! * হিয়াসে বলেন যে, টােটাকাটার কারণ কর্তৃপক্ষ শীঘ্রই দূরীভূত .* ("From Major-General J. B. Hearsey, C. B. Command, ng the Presedency Divison, to Major W. A. J. Mayhew Deputy AdjutantGeneral of the army, -dated Barrackpore, 28th January 1857). I beg leave to report, for the information of Government that, an ill-filling is set to subsist in the minds of the Sepoys of the regiments at Barrackpore. A report has been spread by some designing persons, most likely Brahmins or agents of the religious Hindu party in