পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণী দুৰ্গাবতী । RO). প্রেরণ করিয়া এই রাজ্যের সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে অবগত হন। বিশেষতঃ বহুকাল হইতে সঞ্চিত এই রাজ্যের অগাধ পনসম্পত্তির কথা তাহার অর্থপিপাসু চিন্তকে অত্যন্ত আন্দোলিত করিয়াছিল। আসাফ খা গঢ়াকটকের বিষয় বাদ সাহস কাশে লিখিয়া পাঠাইলেন, এবং তাহা আক্রমণের জন্য আদেশের প্রতীক্ষায় রহিলেন । যথাসময়ে বাদসাহের আদেশ পহুছিলে হিজরী २१२ द २९७8 श्रृं: अल्क, * अiनगर थे। গঢ়া কটকী আক্রমণে অগ্রসর হইলেন । মুসলমান ঐতিহাসিকগণ বলিয়াছেন, যদি রাণী বাদসাহের বশ্যতা স্বীকার করিতেন, তাহা হইলে গঢ়াকাটক আসিফ খার করতলগত হইত না । সে যাহা হউক, গঢ়াকটকের অদৃষ্টে যাহা ছিল তাহাঁই ঘটিল। আসিফ খাঁর আক্রমণের কথা ক্রমে রাণী দুৰ্গাবতীর কর্ণগোচর হইল । নি পূৰ্ব্বে আসিফ খ্যার গতিবিধির বিষয় বিশেষ রূপে বুঝিতে সক্ষম হন। নাই । আধর আসাফ খার পান্না আক্রমণ প্ৰভৃতি জানিয়াও এরূপ মনে করিতে পারেন নাই যে, গঢ়া কটক আক্রান্ত হইবে । কারণ, যাহা কোন কালে মুসলWানগণ দ্বারা আক্রান্ত হয় নাই, আসাফ খাঁ যে তাহার দিকে দৃষ্টিপাত করিবেন। হৈা অধীরের মস্তিষ্কে প্ৰতিভাত হয় নাই । এই জন্য তিনি আসাফ খা'র গতিবিধির কথা। রাণীকে অবগত করান নাই, এবং আকবর বাদসাহের অসীম ক্ষমতার বিষয় ও রাণী উপলব্ধি করিতে পারেন নাই । আসাফ খাঁর গঢ়াকটকের দিকে অগ্রসর হওয়ার কথা শুনিয়া রাণী অধ্যািরকে ভৎসনা করিয়া বলিলেন যে, তোমার নৰ্ব্বদ্ধিতার জন্য পরিণাম ফল বিষময় হইবে। যদি বাদসহ নিজে উপস্থিত। ইতেন, আমি নিশ্চয়ই র্তাহার শরণাগত হইতাম । কিন্তু এক্ষণে আর উপায়ন্তর নাই, আসাফ খাকে বাধা প্ৰদান করিতেই হইবে । ইহার পর তিনি আসাফ খাঁর সহিত যুদ্ধে প্ৰবৃত্ত হইবার জন্য চেষ্টা করিতে লাগিলেন। এই সময়ে চৌরাগড় + দুর্গে গঢ়ামন্দলার রাজধানী স্থাপিত ছিল। গঢ়া

  • ফৈজী সারহিন্দি ১৯৭১ বলেন ।

t “Chauragarh-Ruined fortress in Narshingpur District, Centrat rovinces, on the crest of the outer range of the Satpur tableland, 8oo