পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SOOR ঐতিহাসিক চিত্ৰ । গ্ৰহণ করিয়াছিলেন । কিন্তু বাল গঙ্গাধর তিলক উত্তরোত্তর রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ায় তাহাকে যে নানারূপে নিৰ্য্যাতিত হইতে হইয়াছে তাহাও প্ৰত্যক্ষ করিয়াছি । জানি না, রাজপুরুষদিগের হৃদয়ে তাহার প্রতি কিরূপ ভাব পোষিত হইতেছে। সহবাসসম্মতির আন্দোলনের জন্য অন্যের বিশেষ কিছু হউক বা না হউক হিন্দুসমাজের মুখপত্র বঙ্গবাসীকে কিন্তু নিৰ্য্যাতন ভোগ করিতে হইয়াছিল। লর্ড রবার্টস্ প্রভৃতি সৈনিক কৰ্ম্মচারিগণ ব্ৰাহ্মণদিগের সম্বন্ধে যাহাঁই বলুন না কেন, শাসন-বিভাগের কৰ্ম্মচারিগণ র্তাহাদিগকে অন্য চক্ষে দেখিয়া থাকেন। তঁহারা তাহাদিগকে শান্ত প্ৰকৃতিই বলিয়াই জানেন । তাহারা ব্ৰাহ্মণদিগের ক্ষমতাকে শারীর বলের ফল না বলিয়া-বংশানুগতি জ্ঞানালোচনা ও আত্মসংযমের ফল বলিয়া নির্দেশ করেন । ভারতে কত জাতির অভু্যদয় ও বিলোপ সাধিত হইল, কত রাজবংশের উত্থান-পতন হইল। কত BB TBB D DDDD DBSB BBDBD DBBDu DBBDDDK BD DDD সমাজের নেতা হইয়া আসিতেছেন, ইহা তাহদের বংশগতি জ্ঞানালোচনা "2 আত্মসংযমেরই ফল । * র্যাহারা জ্ঞানে গরীয়ান ও আত্মসংযমে অটল তাহার। যে সিপাহী-বিদ্রোহের ন্যায়। গরলের সৃষ্টি করিবেন। ইহা আমরা কদাচ বিশ্বাস করিতে পারি না । বৌদ্ধ, পাঠান ও মোগলের ধৰ্ম্মের প্রবল আঘাত সহ্য করিয়া যাহারা অটলভাবে আপনাদের অস্তিত্ব রক্ষা করিয়াছেন, তাহারা যে ব্রিটিশ গবৰ্ণমেণ্টের সামান্য নীতিতে বিচলিত হইবেন ইহা একেবারেই অবিশ্বাস্ত ।

  • "He is an example of a class becoming a ruling power in a country, not by force of arms but by vigour of heridatory culture and temperance. One race has swept across India after another, dynasties have risen and fallen, religions have spread themselves over the land and disappeared. But since the dawn of history, the Brahman has calmly ruled ; swaing the minds and receiving the homage of the people, and accepted by foreign nations as the highest type of Indian mankind,” (Hunter).