পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাকবিশ পরগণা । (OGS গুলি এইরূপভাবে নির্দিষ্ট করিয়াছিলেন। (১) মাগুরা, (২) সাতুল, (৩) আজিমাবাদ, (৪) মুড়াগাছা, (৫) মোদন্মল (৬) আকবরপুর, (৭) পেচকুলী, (z) বারিজাহাটি ; (৯) ইক্তিয়ারপুর (১০) গড়, (১১) হাতিয়াগড়, (১২) ময়দা, (১৩) বেলিয়া (১৪) বসন্দরী (১৫) কলিকাতা (১৬) আমীরপুর (১৭) মানপুর (১৮) পাইকান (১৯} সাপুর (২০) সানগর (২১) খাড়িজুড়ী, (২২) দক্ষিণ সাগর (২৩) খাসপুর, (২৪) উত্তর পরগণা । কোম্পানীর দেওয়ানী প্রাপ্তির পরও এই পরগণা বহুকাল পৰ্য্যন্ত সূঃ কোম্পানীর জমীদারী বলিয়া উল্লিখিত হইত। মেজর রেনেলের ১৭৮১ খৃঃ অব্দের মানচিত্রাবলীর গঙ্গার ব-দ্বীপ (The Delta of the Ganges) TR-t fifts,g 4° 17's vissistics Ciria Gift (Company's Lands) fit fift 5 (it is আমরা এক্ষণে নবাব মীর জাফর প্রদত্ত মূল চব্বিশ পরগণার মধ্যে যাহাদের অস্তিত্ব বিদ্যমান আছে, তাহদের বর্তমান অবস্থান প্ৰদান করিয়া এই প্ৰবন্ধের উপসংহার করিতেছি । (১) মাগুরা-আলিপুরের অধীন, ইহার প্রধান প্ৰধান স্থানের নাম আলিপুর, গর্ডেন রিচ, খিদিরপুর, চে তলা ইত্যাদি । (২) খাসপুর-ডায়মণ্ডহারবারের অধীন, ইহাতে বাড়িসা, রসা, গরিফা ইত্যাদি অবস্থিত । (৩) মেদলুল-বারুইপুরের অধীন, ইহার প্রধান প্ৰধান স্থানের নাম বারুইপুর, বাসর, মালং, রামনগর ইত্যাদি । (৪) ইক্তিয়ারপুর-এক্ষণে ইহার কোনই অস্তিত্ব নাই । (৫) ব্লারিদ হাটি বা বারিজাহাটি-ডায়মগুহারবারের অধীন, প্ৰধান প্ৰধান স্থানের নাম, বিষ্ণুপুর, জয়নগর, মথুরাপুর, মগরাহাট ইত্যাদি। (৬) আজিমাবাদী-ডায়মণ্ডহারবারের অধীন-প্ৰধান প্ৰধান স্থান, রাজহাট, সুলতানগঞ্জ, সাপুর, রাজপুর, মৌখালি, সুলনী ইত্যাদি । (৭) মুড়াগাছ-ডায়মণ্ডহারবারের অধীন, প্ৰধান প্ৰধান স্থান, কলা

  • R. Smyth's Report of the 24 Pergs. P. 1. O