পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VS(V ঐতিহাসিক চিত্ৰ । নানাস্থানে অবস্থান করিতেছিলেন। তঁহাদের ভ্রমণবৃত্তান্ত হইতে শিবাজী সম্বন্ধে নানা কথা জানিতে পারা যায়। সমসাময়িক ইতিবৃত্তের অন্তৰ্গত এট সকল কথার যথেষ্ট ঐতিহাসিক মূল্য আছে। শিবাজীর মৃত্যুর পরে বহুসংখ্যক পণ্ডিতদিগের দ্বারা নানা প্রসঙ্গে শিবাজীর জীবনবৃত্তান্ত লিপিবদ্ধ হইয়াছে ; অৰ্ম্মির মােগলেতিহাস, গ্ৰাণ্ট ডফ ও ওয়ারিং প্রণীত মারহাট্ট-ইতিহাস, ডেী প্ৰণীত হিন্দুস্থান ও ফেরিস্তা প্রভৃতি পুস্তকে শিবাজী সম্বন্ধে গবেষণাপূর্ণ যথেষ্ট তথ্যের অবতারণা করা হইয়াছে, কিন্তু ইহা অপেক্ষাও সমসাময়িকগণের ইতিবৃত্ত বিশেষ প্রামাণ্য বলিয়া ধরা যাইতে পারে। যদিও সমসাময়িকগণ বিরুদ্ধবাদীদিগের মতদ্বারা বিচলিত হইয়া ইতিহাসের মৰ্যাদা বিস্মৃত হইতে পারেন, তবুও একথা সকলকেই স্বীকার করিতে হয় যে, তাহদের বিবরণে তৎসাময়িক অবস্থার যে সুস্পষ্ট প্রতিকৃতি পাওয়া যায়, তাহ অন্যত্র সুদুৰ্লভ | আমরা আৰ্ম্মি প্ৰভৃতি ঐতিহাসিকের অনুসরণ করিয়া সমসাময়িক ভ্ৰমণকারী দিগের বিবরণ হইতে শিবাজী সম্বন্ধে যাহা কিছু মন্তব্য বা তথ্য সংগ্ৰহ কল্প। যাইতে পারে, তাহার সংক্ষিপ্ত সারমন্ম প্ৰদান করিতেছি । পরের মন্তব্য প্ৰদান করিবার সময়ে আমরা নিজের মন্তব্য অপ্ৰকাশিত রাখাই সঙ্গত মনে করি । (১) ট্যাভারনিয়র (Tavernier) । ইনি একজন ফরাসীদেশীয় ভ্ৰমণকারী । ইনি ১৬০৫ খৃষ্টাব্দে পারিনগরে জন্মগ্রহণ করেন এবং ছয়বার প্রাচী দেশে ভ্রমণার্থ আগমন করেন । ১৬৩১ খৃষ্টাব্দে তাহার প্রথম অভিযান আরম্ভ হয় । ১৬৪০ অব্দে তিনি প্ৰথম ভারতবর্ষে পদাৰ্পণ করিয়া বঙ্গদেশস্থ ঢাকা অঞ্চলে উপনীত হন। আরও কয়েকবারে সুরাট, মছলীপত্তন প্রভৃতি স্থান অবতরণের পর ভারতবর্ষের নানাস্থান পরিভ্রমণ করিয়া ১৬৬৮ খৃষ্টাব্দে শেষবার স্বদেশে প্ৰত্যাবৃত্ত হন। তিনি অতি সংক্ষিপ্তভাবে শিবাজীর ভাগ্যোদয়ের বর্ণনা করিয়াছেন। শিবাজী অতি অল্প বয়সেই বিজাপুরের রাজার প্রতি অত্যন্ত বিরক্ত হইয়া কতকগুলি অশ্বারোহী ও পদাতিক সৈন্য সংগ্রহপূর্বক বহুবার রাজার বিরুদ্ধে যুদ্ধ করেন। রাজার মৃত্যুর পর মহিষী এক পোষ্যপুত্র গ্রহণ করেন ; তিনি শিবাজীর বিদ্রোহে ভীত হইয়া সন্ধির প্রস্তাব করেন। তন্দ্বার Ns