পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগৎ শেঠ । । VO) v) বৈদেশিক বণিকগণের সহিতও শেঠদিগের ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপিত হয়। র্তাহারাও শেঠদিগের দ্বারা নবাব দরবারে আপনাদিগের আবেদনাদি প্রেরণ করিতেন । নবাবের ক্ৰোধে নিপতিত হইলে, শেঠদিগের দ্বারাই তাহারা তাহ প্ৰশমিত করিতে চেষ্টা করিতেন। ১৭৪৯ খৃঃ অব্দের আগষ্ট মাসে কাশীমবাজারের ইংরেজাকুঠার কৰ্ম্মচারিগণের সহিত সৈন্দাবাদ - শ্বেতদুর্গার বাজারের আর্মেনীয় বণিকগণের বিৰাদ উপস্থিত হয়। তাহাতে সম্ভবতঃ ইংরেজগণ দোষী হইয়াছিলেন। নবাব আলিবর্দি খাঁ তাহাদিগকে শাসন করিবার অভিপ্ৰায়ে একদল সৈন্য প্রেরণ করিয়া কাশীমবাজার কুঠী অবরোধ করেন ও ইংরেজদেগের ব্যবসায় বন্ধ করিবার জন্য আদেশ দেন। ইংরেজেরা এরূপ বিপদে পড়িয়া শেঠদিগের শরণাগত হন । শেঠেরা। তাহাদিগের জন্য নবাব দরবারে অনুরোধ করিতে স্বীকৃত হইয়াছিলেন, কিন্তু তজজন্য আপনারা ৩০ হাজার টাকা ও নবাবের জন্য ৪ লক্ষ টাকা নজর প্রার্থনা করেন। ইংরেজেরা অর্থের পরিমাণ অত্যধিক বিবেচনায় ইতস্ততঃ করিতে থাকেন । ক্রমে তাহদের প্রতি নবাবের ক্ৰোধ বৰ্দ্ধিত হইতে থাকে, অবশেষে তাহারা আৰ্ম্মেনীয় বণিকৃগণের সহিত বিবাদ নিষ্পত্তির চেষ্টায় প্ৰবৃত্ত হন। যদিও উক্ত বণিকগণ পরিশেষে ইংরেজাদিগের অনুনয়বিনয়ে সন্তুষ্ট হইয়াছিলেন, তথাপি নবাব তাঁহাদের প্রতি অসন্তুষ্ট থাকায় র্তাহাদিগকে শেঠদিগেরই আশ্রয় লষ্টতে হয়। কিন্তু পূৰ্ব্বে তাহারা যে অর্থ প্ৰদানে সহজে অব্যাহতি পাইতেন, এক্ষণে তাহা অপেক্ষা অনেক অধিক পরিমাণে অর্থপ্রদানে বাধ্য হইলেন । তাহার। শেঠদিগের দ্বারা নবাবকে ১২ লক্ষ টাকা জরিমানা প্ৰদান করিয়া সে যাত্রা কোনরূপে নবাবের ক্রোধাগ্নি হইতে অব্যাহতি লাভ করেন । * উপরোক্ত ঘটনা হইতে বুঝতে পারা যায় যে,

  • * “CoNsULTATIONS, AUGUST 31, I 749.) The English trades being stoppe and the factory at Cossimbazar surrounded with troops by the Nawab owing to the dispute with the Armenians, the English try through the Seets to propitiate him, but his two favourites demand a large sum of money Rs. 3Oooo for them

selves and 4 lakhs for the Nawab, at last after much negotiation the -)