পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७१8 ঐতিহাসিক চিত্র । সে সময়ে নবাব দরবারে শেঠদিগের ক্ষমতা কতদূৱ প্ৰবল ছিল। কেবল তাহা বলিয়া নহে, নবাব রাজ্যসংক্রান্ত অনেক বিষয়ে তাহদেরই পরামর্শ গ্ৰহণ করিতেন। বিশেষতঃ আলিবর্দি খাঁর অশান্তিপূর্ণ রাজত্বে র্তাহাকে নানারূপে বিপন্ন হইতে হইয়াছিল বলিয়া শেঠগণ র্তাহাদিগকে সুপরামর্শ ও অর্থ সাহায্য দানে সর্বদাই স্থির রাখিতে চেষ্টা করিতেন । এইজন্য নবাব তাঁহাদের সকল প্রকার অনুরোধ রক্ষা করিতেন। কেবল নবাব দরবারে নহে, বাদসহ দরবার পৰ্যন্তও শেঠদিগের ক্ষমতা অপরিসীমরূপে বিস্তৃত হইয়াছিল। যদিও প্ৰথম হইতেই বাদসহ দরবারে তঁহাদের ক্ষমতা প্ৰবল হইয়া উঠিয়াছিল, তথাপি ক্ৰমে ক্ৰমে তাহা অধিকতররূপেই বিস্তৃত হয়। মাণিকচাদ অপেক্ষ ফতেচাদ বাদসহ দরবারে অধিকতর সম্মানলাভ করিয়াছিলেন, এইজন্য তিনিই প্ৰথমে জগৎশেঠ উপাধিলাভ করিতে সক্ষম হইয়াছিলেন । তাহার সেই সম্মান মহাতাবােচাদ ও স্বরূপচাঁদ সমভাবে প্ৰাপ্ত হইয়াছিলেন । তাহারা ফতোঁচাদের * উত্তরাধিকায়সূত্রে যেমন তঁহার অগাধ সম্পত্তির অধীশ্বর হইয়াছিলেন, সেইরূপ র্তাহার শ্রেষ্ঠ সম্মানলাভেও কৃতকাৰ্য্য হইয়াছিলেন । সেইজন্য মহাতাবােচাদ জগৎ শেঠ ও স্বরূপচাঁদ মহারাজা উপাধিপ্ৰাপ্ত হন। আমরা পুর্বে বলিয়াছি যে এই সময়ে শেঠদিগের গদীতে ১০ কোটী টাকার কারবার চলিতেছিল, এই অপরিমিত অর্থের কারবারে জমীদার; মহাজন, স্বদেশীয় ও বিদেশীয় বণিকগণের সহিত তাহদের ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপিত হয় । ইংরেজাদিগের সহিত তাহাদের কিরূপ সম্বন্ধ স্থাপিত হইয়াছিল। তাহা উপরে প্রদর্শিত হইয়াছে। ক্ৰমে এই সম্বন্ধ গাঢ়তর হইয়া উঠে, এবং পরিণামে এই সম্বন্ধের বলেই . ইংরেজের অনায়াসে সিরাজউদ্দৌলাকে পরাজিত করিয়া বঙ্গরাজ্যের সৰ্বেসৰ্ব্বা হইয়া উঠিয়াছিলেন। ইংরেজদেগের ন্যায় ফরাসী, ওলন্দাজ, আৰ্ম্মেনীয় প্ৰভৃতি Armenians expressing themselves satisfied the Nawab becomes reconciled, but the English got off after paying to the Nawab through the Seets I2Ooooo Rupees"-(Selections from the Unpublished Records. J. Long, p. 19)