পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

st 8 मैडिश्ांजिद द्धि। অসুরাগেরই শৈথিল্য সম্পাদন করিয়াছিলেন। মেহেরউন্নিসাকে পাইয়া বাদ, সাহ যোধাবাইকে কেন সমস্ত জগৎই বিস্মৃতি হইয়াছিলেন । সে যাহা হউক, তথাপি তিনি যোধাবাইর প্রতি পূৰ্ব্বানুরাগ একেবারে বিস্মৃত হন নাই, এবং সময়ে সময়ে তঁহার পরামর্শ ও গ্ৰহণ করিতেন। জয়সিংহকে অম্বরের রাজত্ব প্ৰদান করা তাহার সমর্থনা করিতেছে । আমরা পূৰ্ব্বে বলিয়াছি যে, যোধাবাই ব্যতীত জাহাঙ্গীরের আরও রাজপুতনী বেগম ছিলেন। তঁহাদের মধ্যে এক জন অম্বাররাজ বিহারী মল্পের কন্যা ও দ্বিতীয় জন মাড়ওয়ারের মোট রাজা উদয় সিংহের কন্যা। বিহারী মল্ল সুপ্ৰসিদ্ধ মানসিংহের পিতামহ। বিহারী মল্লের কন্যার গর্ভে খসরুর জন্ম হয়। খসরুর সহিত আকবরের উজীর আজিম খাঁর কন্যার পরিণয় সংঘটিত হইয়াছিল। আকবরের মৃত্যুকালে মানসিংহ ও আজিম সেলিমের পরিবর্তে তৎপুল খসরুকে সিংহাসন প্রদানের চেষ্টা করিয়াছিলেন । কিন্তু তঁহাদের সে সমস্ত চেষ্টা ব্যর্থ হইয়া যায়। সেলিমই আকবরের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করিয়া জাহাঙ্গীর উপাধি ধারণ করেন। সেলিমের অন্যতম বেগম মাড়ওয়ার রাজকন্যা জগৎগোস্বামীর (?) গর্ভে কুমার খড়মের জন্ম হয়।* এই খড়মই ভবিষ্যতে সিংহাসন লাভ করিয়া সাজাহান উপাধি গ্ৰহণ করিয়াছিলেন। বাদসাহের তক্ত লইয়া জাহাঙ্গীরের কুমারদিগের মধ্যে বিবাদ ঘটিয়া ছিল। কিন্তু কুমার খড়মই পরিশেষে সিংহাসন লাভ করিয়াছিলেন।

  • খসরুর মাতাকে টড প্রভৃতি বিহারীমলের পুত্র ভগবান দাসের কন্যা ও খড়মের মাতাকে অম্বরের অন্য রাজকন্যা ও যোধাবাইকে জাহাঙ্গীরের অন্যতম পুত্ৰ পাবিজের মাতা বলিয়া উল্লেখ করিয়াছেন । তদ্ভিন্ন অনেক স্থলে বিহার মপ্লের কন্যা আকবরের বেগম বলিয়া নির্দিষ্ট হইয়াছেন । BDBDD SDDDBtDS DDBDBB DL gD DBBBD DBDB DBBDD BB D SS BBD DD DBS

ÜC ofNeo “The first of the Rajpoot chieftains whe became attached to the government of my father Akbar was Bhai mul, the grandfalliar of this Rajah o Maun Sing, and preeminent iu his tribe for courage, fidelity, and truth. As a mark of distinguished favour, my father laced the daughter of Itaja Bharanul in his own palace, and finally espoused her to ine, It was by this princess I had my son Khassrous