পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

બર e ঐতিহাসিক চিত্র। মুলক ময়দান-ইহাও একটি সুবিশাল কামান ! ফরখ, সেরের সৈন্যগণ কর্তৃক ব্যবহৃত হইত। ফরখাসের যৎকালে দিল্লীর সিংহাসনের প্রার্থী হইয়া রাজমহল হইতে যাত্রা করেন, সেই সময়ে মুলুক ময়দান শকারী গলির নিকট ৰসিয়া যায়। আফ্রিসিয়ার খাঁ নামক একজন মহাবল পরাক্রান্ত বীর তাহাকে উদ্ধার করিয়াছিলেন বলিয়া মুসলমান লেখকগণ বর্ণনা করিয়া থাকেন।* নদীয়া তোপ-মুর্শিদাবাদ নিজামতের, শেলাখানায় অবস্থিত। এই কামানটির আকার ক্ষুদ্র । দৈর্ঘ্যে ৬ ফুট হইবে, পিত্তলনিৰ্ম্মিত । একখানি শকটের উপর অবস্থিত, ইহার অগ্রভাগে একটি কুম্ভীরের চোয়ালবিশিষ্ট লম্বকৰ্ণ মনুষ্য মুখ সংযুক্ত আছে। তোপটিতে রাজা কৃষ্ণচন্দ্রের নাম খোদিত আছে। তোপটি কিশোর দাস কৰ্ম্মকারের নিৰ্ম্মিত ও রূপরাম বন্দ্যোপাধ্যায় কর্তৃক খোদিত । । বেভারিজ সাহেৰ বলেন যে, কলিকাতার কোন গবৰ্ণর রাজা কৃষ্ণচন্দ্রকে উক্ত তোপটি প্ৰদান করিয়াছিলেন। পলাসীর যুদ্ধের পর তাহা মুর্শিদাবাদে। নীত হয় ; কিন্তু তাহা অনুমান মাত্র। রাজা কৃষ্ণচন্দ্রের নিজের আদশে তাহ নিৰ্ম্মিত হইয়া থাকিবে। পরে তিনি নবাবকে উপহার প্রদান ८िऊ७ ॐ८द्भन्न ।

  • তারিাখি বাঙ্গলা ।

নদীয়া তোপের গাত্রে এইরূপ লিখিত আছে। 硕弘 कांकिक ९3 उ९९ ईीयूख दूस 甲 ཞི་ཡི་སྤུ་ཅུང་ ba si 布外孔 R N to ड्रांझ পাধ্যায় ब्रांख भूयकिड কিশোর দাস কৰ্ম্মকার । মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্ৰী মহাশয় “শ্ৰী রাজেয়” স্থলে “ধীরাজ” পড়িতে চাহেন।