পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চান্দেরি রাজ্য। . . ele“. য়ার সেনাপতি সেখানেও তাঁহাদের অনুসরণ করিল। কিন্তু সেই দিবসেই পরাজিত হইয়া সসৈন্যে পলীতে যাইয়া সুযোগ অনুসন্ধান করিতে লাগিলেন। দুধাইতে আর একটি যুদ্ধ সংঘটিত হয়, তৎপর সেনাপতি পরাজিত হন। তৎপর তিনি ললিতপুরে প্রত্যাবৃত্ত হন এবং তথায় দুইটী দল রাখিয়া নিজে তালিবেহাত অভিমুখে যাত্ৰা করেন। * ১৮১২ সালে দেওয়ান বক্তসিংহ ললিতপুর আক্রমণ করেন এবং সিন্ধিয়ার সৈন্য বিতাড়িত করতঃ শিবির লুণ্ঠন করেন। তৎপর ফিলজইরা প্ৰত্যাবৰ্ত্তন সংবাদ অবগত হইবা মাত্র তিনি অগ্রসর হইতে থাকেন এবং তেলতাতে (১) তাহার গতি রোধ করেন । কিন্তু ভাগ্যলক্ষ্মী এবার সিন্ধিয়াকে আশ্রয় করায় তিনি জামানদানাত্তে প্ৰস্থান করেন। তথায় দুইশত সিন্ধিয়াসৈন্যকে বিধ্বস্ত করিয়া তিনি কিঞ্চিম্মাত্র প্ৰতিহিংসাবৃত্তি চরিতার্থ করেন । ১৮১৪ সালে আমরোধে (১) একটা খণ্ড যুদ্ধ সংঘটিত হয় সেনাপতি চারিদল সৈন্য হারাইয়া পলায়ন করিতে বাধ্য হয়। সেই বৎসরেই বক্ত সিংহ পীড়িত হইয়া একজন উকীল প্রেরণ করেন, কাজেই উভয়ের মধ্যে সন্ধি সংস্থাপিত হয়। তাহার ফলে তিনি তাহার পূর্বের জায়গীর প্রাপ্ত হন । ইহার অত্যািল্লকাল পরে তেহরিতে তিনি মানবলীলা সম্বরণ করিলে, ত্ৰয়োদশবর্ষ বয়স্ক পুত্ৰ গম্ভীর সিংহ তৎস্থানে প্ৰতিষ্ঠিত হন। খুল্লতাত উমারা সিহ তাহার অভিভাবক নিযুক্ত হন। ১৮২১ সালে সিয়ামরাও, সিন্ধিয়ার শাসনকৰ্ত্তা নিযুক্ত হইয়া মালহরঘরের ১৩০০ টাকার আয়ের জায়গীর ( Muafi ) বাজেয়াপ্ত করেন । গম্ভীর সিংহ ইয়ুতে অসন্তুষ্ট হইয় তাহার বিরুদ্ধে সমর ঘোষণা করেন এবং অল্প সংখ্যক সৈন্য লইয়া সিরামরাওকে আক্রমণ করতঃ ছয়ঘণ্টােব্যাপী যুদ্ধের পর তাহাকে মালহরঘরে বিতাড়িত করেন। গম্ভীর সিংহ এই যুদ্ধে আহত হন। সিন্ধিয়ার সহিত র্তাহার অনেকগুলি ছোটখাট যুদ্ধ হইয়াছিল, তৎসমুহ দয়ের বিবরণ এস্থলে লিপিবদ্ধ করা অসম্ভব, কেবলমাত্ৰ উল্লেখ করিয়া নিরন্ত (১) ললিতপুরের ১৩ মাইল উত্তর। (২) দেওয়ান বাহাদুরের (গ্ৰন্থকার ) বলিলেন যে, যোয়ালিয়রেরপাত্ৰহোরের নিকটবৰ্ত্তী ।