পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরকার বাজুহা । 8o ዓ হইতে মহাসাগরের তীর পর্য্যন্ত জয় করিয়াছেন । বিদ্রোহী প্ৰধান ঈশা খাঁ পরাজিত হইয়া সাগরাভিমুখে পলায়ন করিয়াছেন” । সাহাবাজ খাঁ ঈশা খাকে পরাজিত করিয়া নিশ্চিন্ত মনে আমোদ আহলাদে 和5 হইলে সহসা ঈশা খাঁ সসৈন্যে আসিয়া সাহাজের শিবির আক্রমণ করিলেন । এইবার অনন্তমনা সেনাপতি পদগৌরব রক্ষা করিতে অসমর্থ হইয়া রণেভঙ্গ দিলেন। ঈশা খাঁ পরিত্যক্ত রাজধানী পুনরায় অধিকার করিয়া লাইলেন এইবার ঈশা খাঁ ভগ্ন রাজধানী পরিত্যাগ করিয়া সোনার গায়ে नूऊन রাজধানী স্থাপন করিলেন । এই সময় ১৫৮৬ খৃষ্টাব্দে ইংলণ্ডিয় ভ্ৰমণকারী রলাকৃকিচ ঈশা খ্যার রাজধানী সোণার গায়ে পদার্পণ করেন ঈশা খাঁ সোণার গায়ে প্ৰত্যাবৰ্ত্তন করিয়া শক্তি সংগ্রহের চেষ্টা করিতে লাগিলেন ও সরকার বাজুহায় আর একটী নূতন দুর্গ প্ৰস্তুত করিতে ও আর একটী নুতন বাস স্থান প্ৰস্তুত করিতে ইচ্ছা করিলেন । এই সময়ে ময়মনসিংহের অন্তর্গত হাজরাদী পরগণা ( তজ্জা) বাজুহার অন্তর্গত ছিল না । এই অঞ্চলে লক্ষ্মণ হাজো নামক এক কোচরাজা বৰ্ত্তমান জঙ্গল বাড়ী নামক । স্থানে দুর্গ নিৰ্ম্মাণ করিয়া তৎপ্ৰদেশ শাসন করিত * যথা সময়ে ঈশা খাঁ এতৎ প্রদেশে প্ৰবেশ করিয়া লক্ষ্মণ হাজো বা হাজরার রাজধানী আক্রমণ করিলেন । হাজরা ঈশা খাঁর ভয়ে পলাইয়া গেল। ঈশা খাঁ জঙ্গল বাড়ী অধিকার করিলেন। জঙ্গল বাড়ী স্থান নিরাপদ বলিয়া ঈশা খাঁ স্থানের নাম জঙ্গল বাড়ী রাখিয়া সে স্থানে দ্বিতীয় রাজধানী স্থাপন করিলেন। এবং ব্ৰহ্মপুত্রের উজান পথে, রাঙ্গামাটি ও দশ কাহিনিয়াতে (বৰ্ত্তমান সেরপুর ) আরও দুইটী দুর্গ নিৰ্ম্মাণ করিতে আরম্ভ করিলেন । ঈশা খা খন এইরূপে বল সঞ্চয় করিতেছিলেন সেই সময়ে রাজপুত বীর রাজা মানসিংহ ঈশা খাঁর বিরুদ্ধে পুনরায় প্রেরিত হইলেন । ১৫৯৫ খৃষ্টাব্দে মানসিংহ সুবৰ্ণ গ্রাম আক্রমণ করেন । • ঈশা খা, তখন সুবৰ্ণ গ্রামে ছিলেন না ।

  • লোকপ্ৰবাদ আজও লক্ষ্মণ হাজোর ভগ্ন দুর্গ জঙ্গল বাড়ীর সন্নিকটে নির্দেশ করিয়া Na