পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দান, সাগর । y &V এই রূপে মুর্শিদ কুলির রাজস্ব বন্দোবস্তে যথেষ্ট সাহায্য কক্লিয়া ও নিজের গদীর শ্ৰীবৃদ্ধি করিয়া শেঠ মাণিকচাদ ১৭২২ খৃষ্টাব্দে নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন।. তিনি নিজ ভাগিনেয়। ফতে চাদকে দত্তক গ্ৰহণ করিয়াছিলেন। ধন্যবাই নামী তাহার এক ভগিনীর সহিত বারাণসীর শেঠ উদয়চাঁদের বিবাহ হয়, ফতেচাঁদ তাঁহাদেরই”কনিষ্ঠ পুত্র। এই ফতেচাঁদই প্ৰথমে জগৎশেঠ উপাধি প্রাপ্ত হন, আমরা পরে সে বিষয়ের উল্লেখ করিব। মহিমাপুরের পরপারে “দয়া বাগ” নামে মনোহর উদ্যানে শেঠ মাণিক চাঁদের স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়। অনেক দিন পৰ্য্যন্ত সেই উদ্যানটি শোভা বিস্তার করিয়া ভাগীরথী তীর আলোকিত করিত। কয়েক বৎসর হইল, সেই উদ্যানের সাহিত স্মৃতিস্তম্ভটিকেও ভাগীরথী গর্ভস্থ করিয়াছেন। মাণিকচাঁদের নিৰ্ম্মিত মহিমাপুরের বাটীরও অধিকাংশ তাহার গর্ভস্থ। যৎকিঞ্চিৎ ভগ্নাবশেষ আজিও র্তাহার নাম স্মৃতিপথে আনিয়া দেয়। র্তাহার বিশেষ যত্নের সামগ্ৰী মুর্শিদাবাদটাকশালেরও বিশেষ চিহ্ন নাই। যাহা কিছু আছে, দুই এক বৎসর পরে তাহাও ধরণী,পৃষ্ঠ হইতে মুছিয়া যাইবে । व्ाि-अ?इ । سسمجھe88eسے “যে সাক্ষাদাবনীতলামৃতভূজো বর্ণাশ্রমজ্যায়সাং যেযাং পাণিয়ু নিক্ষিপান্তি কৃতিনঃ পাথেয়ামামুস্মিকং। যদ্বত্তেজ্ঞাপনভাঃ পুনন্তি জগতীং পূণ্যাস্ত্ৰিবেদী গিরঃ তেভ্যো নির্ভর ভক্তিসন্ত্রম-নমন্মৌলি দ্বিজেভ্যো নমঃ ॥” বাঙ্গলার ইতিহাসের যে যুগ মুসল্মান শাসন প্ৰবৰ্ত্তিত হইবার অব্যবহিত পূর্বে অতীত হইয়া গিয়াছে, তাহার কোন বিশ্বাসযোগ্য ইতিহাস প্রাপ্ত হওয়া ধায় না। তাহার ইতিহাস সংকলন করিবার উপযুক্ত উপকরণও নিতান্ত,