পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগৎশেঠ । SSVO হস্তে অৰ্পিত হওয়ায়, তঁহার বিলাস বিশ্রামেরও অনেক বিন্ন উপস্থিত হইল। এই সমস্ত কারণে তিনি মুর্শিদকে অপদস্থ করিতে যত্নবান হইলেন, কেবল তাহাই নহে, তেঁাহার প্রাণসংহারের যড়যন্ত্র পৰ্য্যন্ত হইল। নবাবের অধীন একজন সেনাপতি আপনাদিগের বেতন আদঢ় করিবার ছলে দেওয়ানকে আক্ৰমণ করিবার জন্য নবাবের নিকট অনুমতি চাহে । নবাব গোপনে তাহাতে সম্মতি প্ৰদান করেন । প্ৰকাশ্যে দেওয়ানের প্রতি কোন রূপ অত্যাচার করিলে পাছে সম্রাট বিরক্ত হন, এই জন্য তিনি কৌশল অবলম্বন করিতে বাধ্য হইয়াছিলেন। উক্ত সেনাপতি আপনার দলবল লইয়া পথিমধ্যে দেওয়ানকে আক্রমণ করে, কিন্তু সে সময়ে দেওয়ান এরূপ সাহস প্রদর্শন করিয়াছিলেন যে, অবশেষে তাহারা পলায়ন করিতে বাধ্য হয়। সমস্তই আজিম ও শ্মানের সম্মতিতে হইয়াছে ইহা বুঝিতে দেওয়ানের বিলম্ব হইল না। তিনি প্রাসাদে উপস্থিত হইয়া নবাবকে যৎপরোনাস্তি তিরস্কার করিলেন। নবাব আপনার নির্দোষিত প্রমাণের জন্য উক্ত সেনাপতিকে আহবান করাইয়া দেওয়ানের সম্মুখেই তাহার প্ৰতি অনেক তীব্র শাসনবাক্য প্রয়োগ করেন। দেওয়ান তাহাতে সন্তুষ্ট না হইয়া অবিলম্বে তাহদের সমস্ত প্ৰাপ্য পাইবার বন্দোবস্ত করিয়া দিলেন, এবং নবাবের প্রতি যার পর নাই বিরক্ত হইলেন। নবাব আজিম ওস্মানের সহিত এইরূপ মনোবিবাদ ঘটায় দেওয়ান মুর্শিদ কুলি ঢাকায় অবস্থান করা নিরাপদ মনে করিলেন না। তিনি সমস্ত ঘটনাই সম্রাটের নিকট লিখিয়া পাঠাইলেন। পরে আপনার আত্মীয় বন্ধুবান্ধব, অধীন কৰ্ম্মচারী, বিশেষতঃ শেঠ মাণিকচাদের সহিত পরামর্শ করিয়া ঢাকা পরিত্যাগ করাই শ্ৰেয়ঃ বিবেচনা করিলেন। দেওয়ানের সহিত তাহার অধীন দেওয়ানী বিভাগের সমস্ত কৰ্ম্মচারী আসিতে প্ৰস্তুত হইল। মুর্শিদ কুলি খাঁ শেঠ মাণিকসঁদকেও সেই সঙ্গে আসিতে অনুরোধ করিলেন, এবং তঁাহাকে এইরূপ সাহস প্ৰদান করিলেন যে, যতদিন বঙ্গরাজ্যের কোন না কোন ভার তঁাহার উপর অৰ্পিত থাকিবে, ততদিন যাহাতে শেঠ মাণিকচাদ বাঙ্গলার মধ্যে সর্বশ্রেষ্ঠ গদী[ান বলিয়া প্ৰতিপন্ন হন, সে বিষয়ে তাহার বিশেষরূপ দৃষ্টি থাকিবে। মাণিক- ?