পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dSR 唱 ঐতিহাসিক চিত্ৰ । রের দেওয়ানের অধীন কিছু দিন কাৰ্য্য করিয়াছিলেন। এই সময়ে তাহার আয়, ব্যয়, হিসাব, নিকাশ প্রভৃতি বিষয়ে বিশিষ্ট জ্ঞানের কথা রাষ্ট হইয়া পড়ে। বাদশাহ আরঙ্গজেব সেই সময়ে দাক্ষিণাত্যে অবস্থিতি করিতেছিলেন। তিনি মুর্শিদ কুলির কাৰ্য্যদক্ষতার কথা অবগত হইয়া তাহাকে হায়দরাবাদে দেওয়ানী পদ প্ৰদান করেন, পরে তথা হইতে ১৭০১ খৃষ্টাব্দে বাঙ্গলায় পাঠাইয়া দেন। সেই সময়ে বাদশাহ আরঙ্গজেবের পৌত্ৰ আজিম ও শ্মান বাঙ্গলার সুবাদারী পদে প্রতিষ্টিত ছিলেন। মুর্শিদ কুলি ঢাকায় আসিয়া রাজস্ব বিষয়ের বন্দোবস্ত করিলেন, তিনি রাজস্ব আদায়ের জন্য ভিন্ন ভিন্ন সরকারে নিজের পরি চিত লোক সকল পাঠাইয়া দিলেন। জায়গীর ভূমি সকল বাঙ্গল, হঁইতে উঠাইয়া তৎপরিবর্তে উড়িষ্যা প্রদেশের ভূমি নির্দিষ্ট করিলেন। তাহার বন্দোবস্তে বাঙ্গল হইতে কোটী টাকার রাজস্ব আদায় হইতে লাগিল। রাজ্য সংক্রান্ত যাবতীয় আয়ব্যয়াদির ভার তঁাহার হস্তে ন্যস্ত হওয়ায় দেওয়ান মুর্শিদ কুলিকে অনেক সময়ে প্রয়োজনানুসারে শেঠ মাণিকচাঁদের সহিত আদান প্রদান ব্যাপারে লিপ্ত হইতে হইয়াছিল। ক্রমে উভয়ের মধ্যে বিশেষ একটু ঘনিষ্ঠতাও হয়। দেওয়ান রাজস্ববন্দোবস্ত প্ৰভৃতি বিষয়ে মাণিকচাঁদের নিকট হইতে অনেক পরামর্শ গ্ৰহণ করিতেন, এবং যাহাতে মাণিকচাদের গদীর উন্নতিসাধন হয় সে বিষয়েও দেওয়ানের মনোযোগের অভাব ছিল না । এইরূপে দেওয়ানের সহিত র্তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ হওয়ায় লোকে শেঠ মাণিকৰ্চাদের সহিতই আদান প্ৰদান করিতে যত্নবান হইল। কি জমিদার, কি ব্যাবসায়ী সকলেই মাকিচাদের গদীতে কারবার আরম্ভ করিলেন, কাজেই দিন দিন তাহার শ্ৰীবৃদ্ধি হইতে লাগিল। { মুর্শিদ কুলি খ্যা সম্রাট আরঙ্গজেবের অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন ; তঁাহার। কাৰ্য্যদক্ষতাই ইহার একমাত্র কারণ। বিশেষতঃ বাঙ্গলার এইরূপ সুবন্দোবস্তে তিনি মুর্শিদের প্রতি অত্যন্ত প্রীত হইয়াছিলেন। মুর্শিদের প্রতি সম্রাট আরঙ্গজেবের এরূপ প্রীতি নবাব আজিম ওস্মানের ভাল লাগিত না। তিনি সম্রাটবংশধর, কাজেই দেওয়ানের এরূপ ক্ষমতা বিস্তার তাহার পক্ষে অসহ বোধ হইতে লাগিল। বিশেষতঃ রাজ্যের সমস্ত আয় ব্যয় মুর্শিদের ন্যায় দেওয়ানের