পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Oly ঐতিহাসিক চিত্ৰ । মানমন্দির। নিৰ্ম্মাণ করাইলেন। পরে পাটনায় গিয়া উক্ত স্থান অধিকার করিলেন এবং তথায় বৈকুণ্ঠপুর স্থাপন করিলেন। পরে গয়ায় গিয়া তথায় ৪৫টী শ্ৰাদ্ধ করিলেন। জগন্নাথ (পুরী) অঞ্চলের দিকের সমস্ত পূৰ্বাঞ্চল উসমান পাঠানের অধিকারে ছিল। তথায় গিয়া তাহার সহিত যুদ্ধ করিয়া জয়লাভ করিলেন ও তাহার সমস্ত রাজ্য অধিকার করিলেন । * পরে পুৱী (জগন্নাথ )। আসিয়া জগন্নাথদেবের যথাবিধি পূজা ও স্থাপন করাইলেন । অনন্তর উমরের সহিত যুদ্ধ করিয়া তাহাকে বধ করিয়া জয়লাভ করিলেন। পরে মীরূ গিয়া তথায় যুদ্ধ করিয়া জয়লাভ করিলেন ও মীরূ অধিকার করিলেন । অনন্তর কুন্তল নামক স্থানে হাকীম ছিল, তথায় গিয়া তাহাকে যুদ্ধে বধ করিয়া ঐ স্থান অধিকার করিলেন । এইরূপে সমস্ত পুৰ্বাঞ্চলে তঁহার ( মানসিংহের ) অধিকার স্থাপিত হইল। পুৰ্ব্বদেশে ঈশন খাঁ নামক পাঠান ছিল, তাহার সহিত যুদ্ধ হইল এবং সে পলাইয়া গেল । পরে ( মানসিংহ) জাহাজে চড়িয়া সমুদ্র পার হইলেন, এবং তথা হইতে যাট ক্রোশ পথ অতিক্রম করিয়া ব্ৰহ্মপুত্র অঞ্চলে গেলেন । তথায় রাজা পরতাপদীপের সহিত যুদ্ধ হইল ও বিজয় লাভ করিলেন এবং পরতাপদীপের যে গড় ছিল তাহা দখল করিয়া লইলেন । তাহাতে মানসিংহের পুত্ৰ দুর্জন সিংহ মারা পড়েন । জগৎ সিংহ ( জ্যেষ্ঠ পুত্ৰ ) আহত হয়েন। আর রায় পরতাপদীপের অধীনে তের শত হাতী এবং সৈন্য সরঞ্জাম অনেক ছিল ; ইহার সহিত যুদ্ধে জয়লাভ করিলেন। অনন্তর ঐ দিকে কেদার। BBDBSDD tD SDDDSDDD DD DDB DDDB DBBB S BDDD DDD শিলামাতা ছিলেন । সেই শিলামাতার প্রভাবে তাহাকে ( কেদারকে ) কেহই জয় করিতে পারিত না। এজন্য মানসিংহ জিজ্ঞাসা করিলেন, “ইহার এত প্ৰতাপের কারণ কি ?” নিবেদন করা হইল, “ইহার প্রতাপের হেতু শিলামাতা ।” ইহা শুনিয়া মাতাকে প্ৰসন্ন করিবার জন্য রাজা মানসিংহ হোম প্রভৃতি করাইলেন, তাহাতে মাতা প্ৰসন্ন হইলৈন, কেদার রাজার সহিত মাতার ঐই অঙ্গীকার ছিল যে, তুমি যখন নিজ হইতে বলিবে “তুই যা৷” - .--.od Wuhatus arazhska سمعتحصعدخضع فسمع=