পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So . ঐতিহাসিক চিত্র r তথাপি বৌদ্ধ গ্রন্থাদির বর্ণনানুসারে যখন অন্যরূপ প্রতীয়মান হইতেছে, তখন সে সম্বন্ধে যে বিশেষ রূপ আলোচনা হওয়ার প্রয়োজন তাহাতে সন্দেহ নাই। আমাদের দেশীয় প্রত্নতত্ত্ববিদগণ স্বাধীন ভাবে অনুসন্ধান করিলে আরও সুখের कििञ् छ् । সমালোচনা প্ৰতাপ সিংহ-শ্ৰীসতীশচন্দ্ৰ মিত্র বি, এ প্রণীত। এই নাটকোপন্যাসপ্লাবিত বঙ্গদেশে র্যাহার কঠোর ইতিহাসচর্চায় মনোনিবেশ করিয়াছেন, শ্ৰীযুক্ত সতীশচন্দ্ৰ মিত্র তাহদের অন্যতম। ইতিপূৰ্ব্বে সতীশ বাবু মাসিক পত্ৰাদিতে ঐতিহাসিক প্রবন্ধ লিখিয়া প্রশংসা অর্জন করিয়াছেন। তাহার বৰ্ত্তমান গ্ৰন্থ “ভারত-প্রতিভা” গ্রন্থাবলীর অন্তর্গত করিয়া ছাত্ৰগণের পাঠ্যরূপে রচিত হইয়াছে। আমরা মুক্ত কণ্ঠে বলিতে পারি যে, সতীশ বাবুর উদ্দেশ্য সফল হইয়াছে। প্রধানতঃ টডের রাজস্থান অবলম্বন করিয়া গ্ৰন্থখানি লিখিত, কিন্তু তিনি অন্যান্য ইতিহাসেরও আলোচনা করিয়াছেন। গ্ৰন্থখানিতে প্রকৃত ঐতিহাসিক বিবরণ প্রদর্শনেরই চেষ্টা করা হইয়াছে। ভাষা প্ৰাঞ্জল ও বিশুদ্ধ। ছাত্ৰগণের পাঠ্যের বিশেষ উপযোগী। এই গ্ৰন্থ আমরা বঙ্গের প্রত্যেক ছাত্রের হন্তে দেখিতে ইচ্ছা করি। প্রতাপ সিংহের এক খানি হাফটােন চিত্রে গ্রন্থ খানির গৌরব বদ্ধিত হইয়াছে।