পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাময়িক প্ৰসঙ্গ -sar839 oms কন্স-জাপান যুদ্ধ-রূস-জাপান যুদ্ধের আজিও নিবৃত্তি হয় নাই। নববলদৃপ্ত জাপান আজিও যুদ্ধশে-ত্র বিজয়লক্ষ্মীর আশীৰ্ব্বাদ লাভ করিতেছে। তাহাদের তরুণারুণাঙ্কিত বিজয়-নিশান এখ-, ও প্ৰাচ্য আকাশে উত্থিত হইয়া সূৰ্য্যালোকে প্রদীপ্ত হইয়া উঠিাইেতছে। সম্প্রতি লিওয়াংএর যুদ্ধে জাপান যেরূপ অদ্ভুত বীরত্ব প্রকাশ করিয়াছে, তাহার তুলনা জগতের ইতিহাসে বিরল। কিন্তু যুদ্ধনীতিবিশারদ পাশ্চাত্য মনীষিগণ বলিতেছেন যে, উক্ত যুদ্ধে জাপানসেনাপতি অপেক্ষা রুসিসেনাপতি কুরূপ্যাটকিনই অদ্ভুত ক্ষমতা প্ৰকাশ করিয়াছেন। অর্থাৎ যদিও লিওয়াংএ রুস সৈন্য পরাজিত হইয়াছে, তথাপি তাহাদের পলায়নে অদ্ভুত যুদ্ধনীতি প্ৰদশিত হইয়াছে। জাপানের উচিত ছিল যে, ঐ যুদ্ধে রুসিয়ার ধ্বংস সম্পাদন করা, এবং রুসিয়া যখন লিওয়াং হইতে হটিয়া মুকডেনে ছাউনি করিয়াছেন, ও জাপানকে বাধা দিবার জন্য প্ৰস্তুত হইয়াছিলেন, তখন লিওয়াংএর যুদ্ধে তাহদের সম্পূর্ণ পরাজয় বলা যায় না। তাহা না হউক, কিন্তু ঐ যুদ্ধে জাপানের কি অপরিসীম ক্ষমতা প্ৰদৰ্শিত হয় নাই ? রুসভাত্নক শরবিদ্ধ না হউক, তাহাকে যখন গহবর অন্বেষণ করিতে হইয়াছে, তখন আর পরাজয়ের বাকি রহিল কি ? যাহা । হউক, মুকডেনের যুদ্ধে ইহার চূড়ান্ত মীমাংসা হইয়া যাইবে । তিব্বত-অভিযান-তিব্বত-অভিযানের কার্য্য শেষ হইয়াছে। ইয়ং হজব্যাণ্ড সদলবলে ভারতাভিমুখে প্রত্যাবৃত্ত হইতেছেন। শুনিতেছি, তিব্বতের সহিত সন্ধি হইয়া গিয়াছে। কিন্তু তিব্বতের কৰ্ত্তী দালাই লামা ত নিরুদ্দেশ। তবে তঁাহার নিয়াপদস্থ কৰ্ম্মচারিগণ নাকি সন্ধিপত্রে স্বাক্ষর করিয়াছেন। তাহা