পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেষ্টিংস ব্যঙ্গ-চিত্র। 8O বলিতেছেন,-"Not black, upon my honour ' দক্ষিণ পাশ্বে মঞ্চের সন্নিহিত একটি আসনে ফক্স ও অন্যান্য ম্যানেজারগণ আসীন। ফক্সের হাতে একখানি দৰ্পণ, তদ্বারা দ্রব্যগুলি বৃহত্তর আকারের বোধ হয়। পার্শ্বে একটি শম্বুকের গমনচিহ্ন অঙ্কিত, তাহাতে লিখিত আঁছে—“1787-1795.” নিকটে এক খানি কটাহে কতকগুলি দ্রব্য রহিয়াছে, সেগুলি ম্যানেজারগণ কর্তৃক মিশ্রিত কতকগুলি উপকরণ, তদ্বারা তাহারা তাহদের সাধ্যাতীত কোন চরিত্রকে কালিমামণ্ডিত করিতে চেষ্টা করিয়াছিলেন। প্ৰধান অভিনেতা বার্ক প্ৰহসন খানি অনাদৃত হইতেছে দেখিয়া মঞ্চ হইতে নিস্ক্রমণের চেষ্টা । করিতেছেন। তিনি পশ্চাদভাগস্থ দ্বার দিয়া প্ৰেতভূমি বা কোন অদৃশ্য স্থানে প্ৰস্থান করিতেছেন, তথায় ম্যানেজারেরা সকলেই মঞ্চ ত্যাগ করিয়া গমন করিয়াছেন। ফ্রান্সিস রঙ্গমঞ্চের পশ্চাৎ হইতে প্ৰস্পটারের ন্যায় দৃষ্ট হইতেছেন। এই সমস্ত চিত্রে যদিও অনেক স্থলে কমন্স সভার সভ্যাদিগকে ক্রোধপূর্ণ প্ৰতিকৃতিতে অঙ্কিত করা হইয়াছে, তথাপি হেষ্টিংসকে কিরূপ ভাবে চিত্রকরগণ চিত্ৰিত করিয়াছেন, তাহা সকলেই অনায়াসেই বুঝিতে পারিতেছেন। র্তাহার পৃষ্ঠপোষকগণও নানারূপে চিত্রিত হইয়াছেন । সুতরাং ইহা হইতে সুস্পষ্ট রূপে বুঝা যায় যে, তৎকালে ইংলণ্ডের জনসাধারণ যে হেষ্টিংসের চরিত্র সম্বন্ধে নানারূপ আন্দােলন করিয়াছিলেন তাহাতে সন্দেহ নাই। তাঁহাদের আন্দোলন কালবশে নীরবতা প্ৰাপ্ত হইলেও উক্ত ব্যঙ্গ-চিত্রগুলি আজিও তাহার সাক্ষ্য প্রদান করিতেছে। হেষ্টিংসের পক্ষসমর্থকগণ যতই কেন বলুন না, উক্ত চিত্রগুলি যে র্তাহার অবিচার, অত্যাচারের জ্বলন্ত প্রমাণ সে বিষয়ে অণুমাত্ৰ गgनाङ् नाश् ।