পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেষ্টিংস ব্যঙ্গ-চিত্র। VO? the law!” ফক্সের পশ্চাতে বার্ক শেরিডান প্ৰভৃতি অবস্থিত। থলোয় বাম পাশ্বে আইন জনৈক ব্যবহারজীবীর ন্যায় অঙ্কিত হইয়াছে। তিনি পশ্চাতে দণ্ডায়মান প্ৰাচ্যপরিচ্ছদধারী হেষ্টিংসকে দক্ষিণ হস্তের অঙ্গুলির দ্বারা নির্দেশ করিতেছেন। র্তাহার বামহস্তে একটি চূড়ারী টাকার , থলে। হেষ্টিংস <f CS(gri,-"He seeks my life, his reason will I know.” sqvy & C373 &o a C- “Opposition Coaches' rice Art if চিত্র ফরেস কর্তৃক প্ৰকাশিত হয়। তাহাতে চিত্রকারের কোন রূপ নিদর্শন না থাকিলেও উহা যে জিলারের অঙ্কিত সে বিষয়ে সন্দেহ নাই। চিত্ৰ খানির মধ্যস্থানস্থিত একটি নিদৰ্শন-স্তম্ভ হইতে দুই খানি চারি ঘোটকযুক্ত শকট চলিয়াছে। স্তম্ভটির বামদিকে—“To the Slough of Desponী”এবং দক্ষিণদিকে –“To the Temple of Honour” făf* 5 e.g | Piloc, *<rbelift বামপার্শ্ব দিয়া একটি পাহাড় হইতে নিম্নস্থ একটি কর্দমাক্ত ভূমিতে পড়িতেছে, VSKA MSSR sofo\S Sf(S–“Licensed by act of Parliament, Pro Bono Publico” বার্ক শকট খানি চালাইতেছেন। তঁহার পশ্চাতে ফক্স একটি বিশাল মুখযুক্ত বন্দুক লইয়া উপবিষ্ট । ঘোটকগুলির মস্তক মনুষ্যের ন্যায়। শকটের মধ্যে চারি জন লোক উপবিষ্ট । শকটের পশ্চাদভাগে কতকগুলি জড়ান কাগজপূর্ণ একটি ঝুড়ি, তাহার গায়ে লিখিত আছে,-“Magnacharta,” “Bill of Rights' & 'Impeachment of W. Hastings.” রাজকীয় শকট খানি থলো কর্তৃক চালিত হইয়া একটি খাড়াই পাহাড়ে উঠিতেছে। “ঘোটক চারিটির মুখ ডাণ্ডাস, আর্ডেন, গ্রেনভিল ও সিডনির ন্যায়। শকটের ছাদে রাণী দক্ষিণহস্তস্থিত একটি ঝুড়িতে একটি হংস ও বামহস্তস্থিত একটি ঝুড়িতে কতকগুলি স্বর্ণ ডিম্ব লইয়া উপবিষ্ট । শকটের মধ্যে প্ৰধান আসনে হেষ্টিংস ও র্তাহার সম্মুখস্থ আসনে একটি বলিষ্ঠ মহিলা বসিয়া আছেন, তাহার মস্তক রাজমুকুটভূষিত। উক্ত মহিলা হেষ্টিংসপত্নী ব্যতীত আর কেহ নহেন। ভূত্যগণের আসনের পশ্চাতে রাজা একটি বন্দুক হস্তে। উপবিষ্ট। পার্লিয়ামেণ্ট শকটের নীচে লিখিত আছে, “O Liberty। "