পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনুষ্যের ইতিহাস। V)6t দুইতে সে জ্ঞানাগ্নির প্রথম সমাধান হইয়াছে, সেই দিনই ইতিহাসের প্রথম পৃষ্ঠা। ইংরাজের আদিপুরুষ আদম নিষিদ্ধ জ্ঞানবৃক্ষের ফলভোজনে স্বর্গভ্ৰষ্ট হইয়াছিলেন, গ্রীসের প্রমিথিয়াস ( প্ৰমথেশ ?) স্বৰ্গ হইতে সেই অগ্নি অপহরণ করিয়া নিৰ্দয়ারূপে লাঞ্ছিত হইয়াছিলেন। কুিন্তু হিন্দুর যজ্ঞাগ্নি তপােবনের মধ্যে অরণিসংযোগে উৎপন্ন হইয়াছিল। বিজ্ঞান আপনার বিবিধ বাহু বিস্তার করিয়া সেই জ্ঞানযজ্ঞের পবিত্ৰ হোমা, নলে আহুতি দিতেছে। অগ্নি প্ৰজ্বলিত হইতেছে। হবিৰ্গন্ধে দিগ দিগন্ত আমোদিত হইতেছে। কে বলিবে কত দিনে সেই হোমানলে পূৰ্ণাহুতি প্ৰদত্ত হইবে! কোন ভাগ্যবান ঋত্বিক সেই যজ্ঞের হোতা হইবেন ! মানবজাতি কতদিনে ললাটে সেই যজ্ঞতিলক ধারণ করিয়া অপূৰ্ব্ব শোভায় ভূষিত হইবেন ! বিধাতার বিচিত্র বিধান বিজ্ঞানবাদীর বাহ পরীক্ষায় বহুদূরে বিদ্যমান থাকিলেও উচ্চাকাঙ্খ মানব সৰ্ব্বদাই সেই সামীপ্যলাভে সমুৎসুক। ফলাফল উৎপাৎস্যমান কালের গর্ভে নিহিত। ইতিহাসের সংঙ্কীর্ণ পরিধি বহুবিস্তীর্ণ হইয়াছে। বিজ্ঞান এবং দর্শনের আলোকে আলোকিত হইয়া ইতিহাস নীরবভাষায় মনুষ্যসভ্যতার অভিব্যক্তি ঘোষণা করিতে আরম্ভ করিয়াছে। এক দিন রাজমহিষীর প্রণয়-কাহিনীই ইতিহাসের লেখ্য ছিল, আজি মনুষ্যতত্ত্ব বিবৃত করাই ইতিহাসের উচ্চ লক্ষ্য হইয়াছে। বারান্তরে এই ইতিহাসের উপাদান ७ भिभ नशक्ष दवित्र । ( कभ*ia ) শ্ৰীপঞ্চানন বন্দ্যোপাধ্যায় । ।