পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दौद्ध कांईिनी । 86 মুসলমাম মুন্সীরা প্রধান তালুকদার ছিলেন। খান্দার পাড়ার রায়গণ এবং "ডাকরীর সমদারেরা ক্ষুদ্র তালুকদার ছিলেন ; জমিদারের পক্ষ জয়ী হইলে, একটী গ্ৰাম্য গীত রচিত হয়। উহার একটি পদ এইরূপ-যথা,- “রাজা হাতী মুন্সী ঘোড়া নারাণ রায় কুকুর । বাশবনে ফেউ ফেউ করেন সমদার ঠাকুর ॥” এইরূপ আর একটী বিরোধের বিবরণ এ স্থলে উল্লেখ করা যাইতেছে । ” মাদারিপুরের ঘাটমাঝি প্রভৃতি স্থান পূৰ্ব্বে জালালপুর জমিদারের অধীন ছিল। তঁহাদের কৰ্ম্মচারী রতিরাম দাস ও রামদাস কালক্রমে ঐ জমিদারী মধ্যে এক প্ৰকাণ্ড তালুক করিয়া ফেলে। এজন্য জমিদারের সহিত র্তাহাদের মনান্তর হয়। জমিদার মেঘামিয়া রতি রায়ের তালুক লুণ্ঠন করিতে গমন করায় একটা দাঙ্গা হয়, উহাতে জমিদার হত হন ; রতিরাম এই অবসরে জমিদারের অধীনস্থ অনেক প্ৰজার বাড়ী ও ঘাটমাঝি প্রভৃতি স্থান লুণ্ঠন করিয়া আনেন। তৎ সম্বন্ধে এই গ্রাম কবিতাটী শুনা যায় ; যথা “মেঘা মিয়া চেগা হইল বিধি হইল বাম । ঘাটমাঝী লুঠিয়া নিল বুড়া রতি রাম ৷” পরে মেঘামিয়ার স্ত্রী, রতিরামের আত্মীয় তিতুরাম মিত্র ও ভীমদাস দ্বারা কৌশলে রতিরামকে হস্তগত করিয়া প্ৰাণদণ্ড করে। এই বিশ্বাসঘাতকদ্বয়ের বংশধরগণ আজ ও জমিদার দত্ত লাখরাজ ভোগ করিতেছে । অতঃপর আমরা নীলকর ও ফরাজী সম্প্রদায় ঘটিত দুইটী বিবরণ এস্থলে উল্লেখ করিয়া পাঠক মহোদয়গণকে এই ক্লাস্তিকর বিষয় হইতে মুক্তিপ্ৰদান করিতে প্ৰয়াস পাইবন। , ঠিক একই সময়ে ফরিদপুর জেলা দুইটী ঘটনায় একেবারে ব্যতিব্যস্ত হইয়া uuS S DDB BDD DBB BBD DDDD DBD DB BDDB गigश्दdद्ध टडybद्ध । 兽 ফরাজী সম্প্রদায়ের নেতা হাজী সারিতুল্লা সাহেবের জন্মস্থান শিবচর থানার অন্তর্গত দৌলুতপুর ; সরিতুল্লা শিক্ষা লাভ জন্য মক্কা গমন করিয়া ২০ বৎসর