পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8VO ঐতিহাসিক চিত্ৰ । পুত্ৰ খামসুyদর চার আনা সম্পত্তির উত্তরাধিকারী হইলেন । উভয় ভ্ৰাতায় বিশেষ সৌহাদর্ঘ্য ছিল সুতরাং তঁহাদের মধ্যে কোন দিন সামান্য কথান্তরও छ्न्न *T উভয়ে সুখে ছিলেন। সন ১১৫২ সালে রাজা শুকদেব রায়ের মৃত্যু হইল—তৎপুত্র নীলকান্ত রার এক আনার মালিক হইয়া বসিলেন। /জমীদারী হাতে পাইয়া নীলকান্ত প্ৰথমেই ছলে বলে, কৌশলে পিতৃব্য রাজা শু্যামসুন্দরের বিষয় টুকু কাড়িয়া লইলেন -দুর্বল শ্যামসুন্দর প্রবল সরীক নীলকান্তের সহিত আঁটিয়া উঠিতে না পারিয়া মুর্শিদাবাদে গিয়া নবাবের শরণাপন্ন হয়েন । আলিবর্দি খাঁ তখন বাঙ্গালার নবাব । সন ১১৬৫ সালে এই মুর্শিদাবাদেই রাজা শ্যামসুন্দরের মৃত্যু হয় । * তঁাহার একমাত্ৰ নাবালক পুত্ৰও র্তাহার জীবদ্দশায় মৃত্যুমুখে পতিত চুইয়াছিল। সুতরাং শ্যামসুন্দরের মৃত্যুর পর তঁহার সম্পত্তি মুর্শিদাবাদের তদানীন্তর নবাব মিরজাফর আলি খাঁ সরকারে বাজেয়াপ্ত করিয়া লইলেন । এই সময়ে নবাবের দরবারে আগা আহম্মদ মোতাহর নামক জনৈক উচ্চ পদস্থ মুসলমান কৰ্ম্মচারী ছিলেন-নবাল তাঁহাকে বড়ই ভাল বাসিতেন। আগা আহম্মদ তাহার কন্যা মানুজন বিবিকে হুগলীনিবাসী শলা| উদ্দিন মহম্মদ খার সহিত বিবাগ দেন । রাজা শ্যামসুন্দরের চার আনা অংশ সরকারে বাজেয়াপ্ত হইলে আগা আহম্মদ উপযুক্ত সম্পত্তির বিনিময়ে নবাবের নিকট হইতে ঐ সম্পত্তি লইয়া কন্যা মানুজন বিবিকে যৌতুক দিলেন । মনুজন বিবি সন ১২১০ সালে পরলোক গমন করেন । মানুজনের কোন সন্তান সন্ততি ছিল না। সুতরাং তঁাহার মৃত্যু অন্তে ফারাজ অনুসারে তঁহার বৈমাত্রেয় ভ্রাতা হাজি মহম্মদ মসিন উত্তরাধিকারী সুত্রে এই সম্পত্তি প্ৰাপ্ত হইলেন । হাজি মহম্মদ মসিন অর্থশালী, দানশীল, মিত্যব্যয়ী ও শান্তিপ্ৰিয় লোক ছিলেন । তঁহ্যির নিজের যে অর্থ ও সম্পত্তি ছিল, তাহাতেই তঁহার আবশ্য sk Records of the Chanchara Roy. N · * , হাজি মহম্মদ মসিন মনুজন বিবির বিমাতার পুর্বস্বামী ফয়েজুল্লার ঔরসজাত পুত্রअभी अiश्वcर्गध भूल नाइन । লেখক