পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৪৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, R3 qş, »» \3 »R *ir*)i] [ट्षां ७ थांष१, s७७२ | কৃষ্ণরাজ উদেয়ার। কৃষ্ণা ও কাবেরীর সলিলবিধৌত হইয়া যে মহিমুর রাজ্য দক্ষিণ ভারতবর্ষের একটি প্রসিদ্ধ জনপদ রূপে বিরাজ করিতেছে, খৃষ্টীয় চতুৰ্দশ শতাদীর শেষভাগে তাহার সুচনা হয়। যাদববংশীয় বিজয়রাজ দ্বারকা হইতে মহিমুরের নিকটে আসিয়া অবস্থিতি করেন, ও বিজয়নগরের রাজবংশের অধীনে সর্দার নিযুক্ত হন। বিজয়রাজের বংশ প্ৰধল হইয়া উঠিলে তঁাহারা ১৫২৪ খৃঃ অব্দে পুরগিরি নামক স্থানে একটি দুর্গ নিৰ্ম্মাণ করেন ও র্তাহাদের কুলদেবতা চামুণ্ডার আশ্রয়স্থল মহিষাসুরের নামানুসারে উক্ত দুর্গের মহিষাসুর আখ্যা প্ৰদান করেন। মহিষাসুর হইতে ক্রমে উক্ত স্থানের মহিমুর নামকরণ হয়। বিজয়রাজবংশীয় রাজ উদেয়ার * ১৬১০ খৃঃ অব্দে বিজয়নগররাজের প্ৰতিনিধির হস্ত হইতে শ্ৰীরঙ্গপত্তন বিচ্ছিন্ন করিয়া লন ও বর্তমান মহিমুর |ब्रम्बाब्र ७थडिछे করেন। সেই সময় হইতে শ্ৰীরঙ্গপত্তন তাঁহাদের রাজধানী হইলেও উক্ত রাজ্য মহি:সুর রাজ্য বলিয়াই কথিত হইত। রাজ উদেয়ারের পর ছিক্কাদেবরাজ। উক্ত বংশের মধ্যে প্রাধান্য লাভ করেন। তিনি দাক্ষিণাত্যের অনেক স্থান অধিকার করিয়াছিলেন। ছিক্কিা দেবের পর আর দুই জন মাত্র উক্ত বংশের রাজা হইয়াছিলেন। ১৭৩১ খৃঃ অব্দে উদেয়ার শব্দ কানাড়ী “উদেয়” বা প্ৰভু শব্দের গৌরীবাত্মক বহুবচন।