পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

899 पैऊिंशंभादिकाः छिद्ध । । র্তাহাদের বংশের লোপ হওয়ায় তাহদের নিকট আত্মীয় চামরাজ মহিমুরে; সিংহাসনে উপবিষ্ট হন। কিন্তু তিনি রাজাচুত হইয়া বন্দী হওয়ায় ১৭৩৪ খৃ অব্দে মহিমুর রাজবংশের এক দূর আত্মীয় ছিক্কাকৃষ্ণরাজ মহিমুরের রাজছত্ৰ মন্তকে ধারণ করেন। ছিক্কাকৃষ্ণরাজের রাজত্বসময়ে দাক্ষিণাত্যে এক মুসল মান বীর ধীরে ধীরে প্রাধান্য লাভ করিতেছিলেন। তিনি ইতিহাসংপ্ৰসিদ্ধ হায়দর আলি। হায়দরা আপনার প্রতিভা ও শক্তিবলে দাক্ষিণাত্যের অনেব স্থানে বিজয়লাভ করিয়া মহিমুরের প্রতি তীক্ষ দৃষ্টিপাত আরম্ভ করেন। ছিক্কাকৃষ্ণরাজ তাহার সে কঠোর দৃষ্টিতে উত্তাক্ত হইয়া পড়িলেন। অবশেষে ১৭৬৩ খৃঃ অব্দে বেদনুর নামক স্থানে হায়দর তীহাকে পরাজিত করিয়া তাহার ক্ষমতা ও ধন সম্পত্তি সমস্ত অপহরণ করিয়া লইলেন । মহি:সুর রাজ্য করায়াত্ত করিয়া হায়দর দাক্ষিণাত্যে প্ৰবল হইয়া উঠেন। ক্রমে ব্রিটিশরাজের সহিত তাহার সংঘর্ষ উপস্থিত হয় । এই সময়ে ওয়ারেন হেষ্টিংস ভারতবর্ষের গবর্ণর জেনারেল । মান্দ্ৰাজ গবৰ্ণমেণ্টের অবিবেচনায় দাক্ষিণাত্যের দুই মুসলমান শক্তি ইংরেজের প্রতি বিরক্ত হইয়া উঠে ও তাহারা মহারাষ্ট্রীয়দিগকে তাহাদের সঙ্গে যোগদানের জন্য আহবান করে। হেষ্টিংস কৌশলপূর্বক নিজাম ও মহারাষ্ট্রীয়দিগকে হস্তগত করিয়া ফেলেন। কিন্তু হায়দর বিদ্যুদবেগে ইংরেজ রাজ্যে ধাবিত হন । পিলোরি নামক স্থানে কৰ্ণেল বেলির অধীন একদল ইংরেজ সেনাকে ভূতলশায়ী করিয়া হায়দর মান্দ্ৰাজ পৰ্য্যন্ত ধাবিত হন। তাহার পর সার আয়ার কুটি ও কর্ণেল পিয়ার্স হায়দারের সহিত যুদ্ধে প্ৰবৃত্ত হন। এই যুদ্ধ শেয় হইতে না হইতে হায়দারের মৃত্যু হয়, এবং তঁাহার পুত্ৰ টিপু সুলতান ইংরেজ দিগের সহিত সন্ধি বন্ধন করেন। টিপু সুলতানও অধিক দিন স্থির ভাবে অবস্থিতি করিতে পারেন নাই। তিনিও পরে সন্ধিভঙ্গ করিয়া ইংরেজদিগের সহিত যুদ্ধে প্ৰবৃত্ত হন। তদানীন্তন গবৰ্ণর জেনারেল লর্ড কর্ণওয়ালিস স্বয়ং ইংরেজ সেনা লইয়া নিজাম ও মহারাষ্ট্রীয়দিগের সাহায্যে’ শ্ৰীরঙ্গপত্তনে উপস্থিত হইলে টিপু অবশেষে সন্ধি করিতে বাধ্য হন। কিন্তু তিনি মনে মনে ইংরেজ