পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ফারদুষী ও সুলতান মামুদ” * পারস্য কাব্যাকাননের অধীশ্বর মহাকবি ফারদুষী খৃষ্টীয় দশম শতাব্দীর শেষভাগে মাসাদের নিকটবৰ্ত্তী ক্ষুদ্র তুস পলীতে জন্ম গ্ৰহণ করেন। ফারদুষীর বাল্য জীবনী আমরা বিশেষ কিছুই জানিতে পারি নাই, তবে বাল্যকালী হইতেই যে তিনি দেশভ্রমণে অনুরক্ত ছিলেন, তঁাহার চরিত্যাখ্যায়ক মাত্ৰেই একথা স্বীকার করিয়া গিয়াছেন। সময় এবং সুবিধা পাইলেই তিনি বাড়ী ঘর ছাড়িয়া, আত্মীয়স্বজন ভুলিয়া দেশ দেশান্তরে ঘুরিয়া বেড়াইতেন। এই-- রূপে বাল্যকাল হইতেই দেশ বিদেশের বিভিন্ন ধৰ্ম্মের ও বিভিন্ন প্রকৃতির লোকের সংস্রবে। আসিয়া লোকচরিত্র সম্বন্ধে ফারদুষীর মোটামুটী একটা অভিজ্ঞতা জন্মে। " এই অভিজ্ঞতার ফলে তিনি দেশের প্রাচীন সাহিত্য, কাব্য, উপন্যাস ও ইতিহাস চর্চায় প্ৰবৃত্ত হন। কাব্য ও ইতিহাসেই তাহার সমধিক অনুরাগ ছিল । আবার ইতিহাসের মধ্যে তিনি পারস্যের প্রাচীন ইতিহাস আলোচনা করিয়াই অধিক সময় অতিবাহিত করিতেন । এই সময় গজনবী সুলতান মামুদ পারস্য দেশ জয় করিয়া তথায় স্বীয় আধিপত্য বিস্তার করিতেছিলেন। সুলতান মামুদ অর্থলোভী হইলেও বিজিত দেশের প্রাচীন গৌরব ও কীৰ্ত্তিকাহিনী সংরক্ষণে বিশেষ উদ্যোগী ও যত্নশীল ছিলেন। দেশের আভ্যন্তরীণ অবস্থা পৰ্য্যালোচনা করিয়া তিনি বুঝিতে পারি। লেন যে পূৰ্ববৰ্ত্তী শাসনকর্তৃগণের গোড়ামী ও ধৰ্ম্মান্ধতায় পারস্য সাম্রাজ্য তাহার প্রাচীন যশঃ, গৌরব ও কীৰ্ত্তি হারাইয়া অধঃপতনের শেষ गौभार्य्

Introduction to Shahnamah, col.-Kennedy on Persian Literature Malcolm's Persia, Elphinstone's History of India, occasional notes on

Indian History by Sir William Jones and Prof. E. B. Cowell, "artfrey, . vqrtf3F, yf9 o» and “estsvöʼ, qstßğyF, yv9ow