পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

०म ब६, २म म९थr । ] t ན་ར་ S\ss কাবুলরাজ রত্নপাল । ー*三**}-●*ー ইউরোপের ধৰ্ম্মবিধাতা ষীশু খৃষ্টের জন্মের বহুপূৰ্ব্ব হইতে হিন্দু সভ্যতা ও প্রাধান্য পৃথিবীর দিগদিগন্তে পরিব্যাপ্ত হইয়াছিল। চীন, জাপান, মিসর, মেক্সিকো, শুভ্ৰাম, যাবা প্ৰভৃতি স্থানে আজিও তাহার জ্বলন্ত চিহ্ন দৃষ্ট হইয়া থাকে। এই হিন্দু প্ৰাধান্য যেমন উত্তালতরঙ্গময় নীলসমুদ্র অতিক্ৰম করিয়া দ্বীপ দ্বীপান্তরে বদ্ধমূল হইয়াছিল, সেইরূপ আবার উত্তঙ্গ পর্বতশৃঙ্গেও আপনার নিদর্শন অঙ্কিত করিয়াছিল। হিমালয়, হিন্দুকুশের তুষারধবল শৃঙ্গাবলী অতিক্ৰম করিয়া সেই সভ্যতা গোবী মরুভূমির উত্তপ্ত বক্ষে ও সাইবিরিয়ার শীতল অঙ্কে ও আশ্রয় গ্ৰহণ করিয়াছিল। আজ পাশ্চাত্য সভ্যতা ও প্রাধান্য জগৎকে ছাইয়া ফেলিয়াছে, কিন্তু এমন এক দিন ছিল, যে দিন প্রাচ্য সভ্যতা ও প্রাধান্যের নিকট সমস্ত জগৎ মস্তক অবনত করিয়াছিল। যখন হিন্দু ও বৌদ্ধ সভ্যতার বিজয়নিশান প্রাচ্য আকাশের নীলিমা रुक्षन् করিত, সে সময়ে রোমক ও গ্ৰীক সভ্যতায় ইউরোপ আলোকিত হইলেও জগতের সমক্ষে প্ৰাচ্য সভ্যতা অপূৰ্ব্ব তেজে প্ৰতিভাত হইত। গ্ৰীক ও রোমক সভ্যতা অনেক কাল পৰ্য্যন্ত হিন্দু ও বৌদ্ধ সভ্যতাকে পরাজয় করিতে পারে নাই । পৃথিবীর নানা স্থানে যে সভ্যতা বিস্তৃত হইয়াছিল, ভারতের নিকটবৰ্ত্তা স্থানে যে তাহার নিদর্শন দৃষ্ট হইবে, ইহা আশ্চর্য্যেয় বিষয় নহে। তাই আফগানস্থানে আজিও হিন্দু ও বৌদ্ধ কীৰ্ত্তির চিহ্ন দৃষ্ট হইয়া থাকে। হিন্দুকুশের }