পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেষ্টিংস ব্যঙ্গ-চিত্ৰ । \9ፃ' স্থানে তাহার অত্যাচারাবলী স্পষ্টরূপে ব্যক্ত করিয়াছেন, সেই সেই স্থলে তঁহাকে অনারূপেও চিত্রিত করা হইয়াছে। ফক্স, বার্ক প্রভৃতি হেষ্টিংসের অত্যাচারের প্ৰতিকারে যেরূপ আন্দোলন করিয়াছিলেন, তাহাতে তাহদের মনোমধ্যে ফেঞ্চ । নানারূপ বিদ্বেষ ভাবের সৃষ্টি হইয়াছিল, তাহাতে সন্দেহ নাই। ন্যায্য Guspices জন্য র্তাহারা হেষ্টিংসের প্রতি কঠোর ব্যবহার করিয়াছিলেন, নতুবা তাহার প্রতি র্তাহাদের ব্যক্তিগত কোন বিদ্বেষ বা হিংসা ছিল না । সুতরাং তঁাহারা যেরূপ ভাব প্ৰকাশ করিতেন, সেইরূপ ভাবে যে চিত্রিত হইবেন ইহা সহজেই বুঝা যাইতেছে। ফলতঃ হেষ্টিংস যে ভারতে অত্যন্ত অবিচার ও অত্যাচার করিয়াছিলেন, ঐ সমস্ত চিত্ৰ তাহাই প্ৰমাণের জন্য জনসাধারণের মধ্যে প্রচারিত হইত। উহারা ইংলণ্ডের তাৎকালিক আন্দোলনের ফলস্বরূপ । সুতরাং ঐতিহাসিকগণের নিকট তাহারা আদরের সামগ্ৰী। সেই জন্য চিত্রগুলি ব্রিটিশ মিউজিয়মে অদ্যাপি সযত্নে রক্ষিত আছে। আমরা তন্মধ্যে হইতে কতকগুলি, সাধারণের অবগতির জন্য প্ৰকাশ করিতেছি । ১৭৮৮ খৃঃ অব্দের ফেব্রুয়ারি মাসে ফুট ষ্ট্রীটের রিচ নামক একব্যক্তি একখানি চিত্ৰ প্ৰকাশ করেন। তাহাতে একখানি শকটে হেষ্টিংস “Governor of Rule-pleas” বলিয়া লিখিত হইয়াছেন ।। গাড়ী খানি মটরবীজে পরিপূর্ণ। থলো 甲 শকটচালক হইয়া শকটে বদ্ধ একটি ক্ষুদ্র অশ্বকে চালনা করিতেছেন । থলে। বলিতেছেন,-“Fine Begum Hastings A lack a peck ' হেংষ্টিস উত্তর করিতেছেন,-“Truth must come out, there's no denial." বার্ক দর্শক $ci wststrict 8&st if CSC3,-'You'll have a fair trial." fits: নিয়ে কয়েক চরণ কবিতা লিখিত আছে। ১৯৫নং ষ্ট্রাণ্ডবাসী ডিক্‌সি একখানি চিত্র প্রকাশ করিয়াছিলেন। সেখানি সেরূপ সুচিত্রিত নহে। তাহাতে হেষ্টিংস একটি রাক্ষসরূপে অঙ্কিত হইয়াছেন। ; তিনি একটি ভারতেরমণীর মস্তক চর্বণ ও পাঁচজন ভারতবাসীর দেহ পদদলিত করিতেছেন fisa its (5 Citi etck "The prodigious monster arrived from the