পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেষ্টিংস ব্যঙ্গ-চিত্ৰ । . סס হইত বলিয়া এই সমস্ত আমাদিগকে দেখাইতেছিলেন, তখন আমার মনে, হইল যেন একজন তীর্থের পাণ্ড তাহার অধিকারভুক্ত তীর্থস্থান গৌরবের সহিত আমাদিগকে দেখাইতেছেন। তীর্থদর্শনে চিত্তশুদ্ধি श्न, Cल नि আমারও সেইরূপ হইয়াছিল। মনে হইল যে, দয়ার , জীবনময়ী প্ৰতিমা এই গৃহে বাস করিতেন, মনে হইল যে, এই গৃহ হইতে করুণার স্রোত প্রবাহিত হইয়া দেশ প্লাবিত করিয়াছিল, মনে হইল। এই বাড়ীতে প্ৰতিবৎসর কত ধৰ্ম্মানুষ্ঠান, কত দেবসেবা, কত ব্ৰাহ্মণভোজনাদি হইয়াছে, আরও মনে হইল যে, সমগ্ৰ বঙ্গদেশবাসীর সুখ দুঃখের সহিত র্যাহার জীবনের নিত্যসম্বন্ধ ছিল, সেই ভাগ্যবতীর এই পরিত্যক্ত বাসভবন। এই সকল মনে করিয়া সেদিন যে পবিত্ৰ স্মৃতি লইয়া গৃহে ফিরিয়াছিলাম, সে কথা কখনও এ জীবনে ভুলিব না । শ্ৰীমণিমোহন সেন । । হেষ্টিৎসব্যঙ্গ-চিত্ৰ।।* ( S) ক্লাইব কর্তৃক ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হইলে, যিনি তাহার উপর প্রাচীর উত্তোলন করিয়াছিলেন, সেই ভারতের প্রথম ইংরেজ গবর্ণর জেনারেল ওয়ারেন হেষ্টিংসের বিষয় সাধারণে কিছু না কিছু অবগত আছেন। কিরূপে কাশী, অযোধ্যা প্ৰভৃতি প্রদেশে তাহার নাম জাহির হইয়াছিল, কিরূপে বৃদ্ধ ব্ৰাহ্মণ নন্দকুমারকে ফঁাসীকাষ্ঠে ঝুলাইয়া তিনি আপনার প্রতিহিংসাবৃত্তির চরিতাৰ্থতা সম্পাদন করিয়াছিলেন, বাঙ্গলার

  • হেষ্টিংস ব্যঙ্গ-চিত্রগুলিতে যে সমস্ত ইংরেজী লিখিত আছে, বঙ্গভাষায় তাহার অনুবাদ বা মৰ্ম্ম প্রচার কারলে প্রকৃত রসবোধের সম্ভাবনা না থাকায়, আমরা মূল ইংরেজীই প্ৰকাশ করি,

লাম। তজ্জন্য এই প্ৰবন্ধটি সাধারণতঃ ইংরেজী-অভিজ্ঞ পাঠকগণের জন্য উদ্দিষ্ট হইল। তবে কেবল বঙ্গভাষাভিজ্ঞ পাঠকবর্গও এই প্ৰবন্ধ হইতে চিত্রগুলির মৰ্ম্ম অনায়াসে বুঝিতে পারবেন। ...