পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-

(8)

 দুঃখীর ছেলে হারু; অতটুকু ছেলে, গাই রাখে, কাঠ কুড়ায়, গাইয়ের দুধ দুহিবার সময় বাছুর ধরে, কোঁচড়ে মুড়ী বাঁধিয়া বাপের সঙ্গে মাঠে যায় আর নদীর ধারে ছুটাছুটি করে।

 কাল চেহারা, আর, ভারি চঞ্চল। কাল পাথরে ক্ষোদাই ছোট্ট মূর্ত্তিটি, যেন, সারা অঙ্গে দুষ্টামি আঁকা। সে কি স্থির থাকে? কোঁচড় খুলিয়া মুড়ী খায়, জলে ঘোট ঘোট ঢিল ফেলে, তাহাতে টুব্‌ টুব্‌ করিয়া শব্দ হয় আর হারু হাততালি দিয়া নাচে।

 বুধীর বাছুরটি যে ছিল, সেটি কিছু দিন হয় মারা গিয়াছে। তাহার জন্য ছোট্ট ছেলে হারুর মন কেমন কেমন করে। বাছুরটি কেমন নাচিয়া নাচিয়া আসিত, এদিক ওদিক ছুটিয়া বেড়াইত, তাহার সঙ্গে কত খেলিত; আবার ছুটিয়া যাইত। সেও তো তাহারই মত ছোট্ট ছিল; সে কেমন সুন্দর ছিল, তাহার জন্য মন কেমন করিবে না?

 আহা, হারুর সে বেদনা আর কেহ কি বুঝিবে!

-ছেলেদের উপন্যাস-