পাতা:ইতিকথার পরের কথা.pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ई-4कंग्निं भवरें । । কৈলাস খানিক চুপ করে থেকে বলে, তা ডাক্তার, তুমি নিজে কোন মিটিং নন্দ হেসে বলে, আমি ভাবছিলাম আরেকটা শাস্তির মিটিং ডাকলে ভালো হয়। গতবারের সভা খুব জন্মেছিল। শুভ সিগারেট কেস ফেলে গিয়েছিল । তা থেকে নন্দ কৈলাসকে একটা সিগারেট দেয়। সিগারেট টানতে টানতে কৈলাস বাইরে চেয়ে १टर्क । গায়েরও ছুটির চেহারা আছে। রবিবারের। স্কুল বন্ধ, পোস্টাপিস বন্ধ, সদরের আপিস-আদালত বন্ধ। কৈলাসের মতই যারা দু-পাচজন পেটের ধান্দায় সারা সপ্তাহ বাইরে থাকে, তারা গায়ে এসেছে ৷ তক্তাকাটা ব্যাট আর রবারের বল দিয়ে স্কুলের কয়েকজন ছেলে মাঠে ক্রিকেট খেলছে। চক্রবর্তীর দাওয়ায় তাসের আসরটা বেশ জমাট। কিছু তফাতে নারান পোদারের দালান বাড়ির ঘর থেকে ভেসে আসছে রেডিওতে ছুটির দিনের একপেশে খবর আর গান। এ রেডিও রোজই বাজে। ডোবায় মেয়ে-বেী বাসন মেজে অর্ধ উলঙ্গ হয়ে নাইতে নাইতে একপেশে একঘেয়ে বক্তৃতা আর হরেক রকম সুন্দর মাজিত Tiffa (Ge | কৈলাস বলে, ডাক্তার, সব রোগ সারিয়ে দেয় এমন ওষুধ আছে তোমাদের? নন্দ বলে, আছে। একটা কেন অনেক আছে। এক ডোজে ভব-যন্ত্রণ ঘুচে যায়! সায়ানাইড, স্ট্রাকনিন, মরফিয়া কৈলাস উৎসাহের সঙ্গে বলে, তাই করা যাক । নন্দ আশ্চর্য হয়ে বলে, কী ব্যাপার কৈলাসদা ? কী বলছি তুমি ? কৈলাস হেসে বলে, না না, ও কথা নয়। একটা কথা ভাবছিলাম। এমনি মিটিংটা আগে মা ডেকে, যারা পাচ রকম মিটিং চাইছে তাদের একটা মিটিং করা যাক। কিসের মিটিং করা উচিত, তাই নিয়ে মিটিং । চাষীদের অবস্থা সত্যি বড় কাহিল দাড়িয়েছে। ফসল তোলা তক একটু সামাল না দিলে বেশ ጝ e N