পাতা:ইতিকথার পরের কথা.pdf/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিশ-পঞ্চাশ জনাকে ধরেছে। লুঠের দায়ে। गूं ? মুঠি, মদনের গুন্দােম থেকে লুঠে নে গেছে চাল । তাছাড়া কি ? মান হাত পেতে দাম নিল চালের কিন্তু ওদের ধরা হল লুঠের দায়ে। রাতারাতি লাইশেন পেল মদন, ও চালানি কম দামে রিলিফ বিলানোর চাল। গুদাম থেকে লুন্ঠ নিয়ে গেছে, ডাকাতি করেছে, ধরবে না ? কৈলাস বলে, হু, তা এখন কি ব্যাপার ? বড়কর্তার খামারের ধান নাকি লুণ্ঠ হয়েছে ? ভঁাড়ের চায়ে শেষ চুমুক দিয়ে ভাড়টা ছুড়ে ফেলে ইনাবালি গলা নামিয়ে বলে লুঠ ? তা লুঠ বললে লুঠ, নইলে না। মদনের চোরা চালের মতই ঘটনা । দলবেঁধে খামারের ধান ছিনিয়ে বার করে উচিত দরে বিক্রী করা হয়েছিল-নেহাত যারা দুঃস্থ তাদের দেওয়া হয়েছিল ঋণ হিসাবে। দুঃস্থই নাকি ছিল বেশীর ভাগ। এই তো সেদিনের ঘটনা। তারপর পুলিসী ঝড় বয়ে গেছে রামপুরের উপর দিয়ে। জগদীশের লোকেরা তাণ্ডব চালিয়েছে। রামপুর এখনো প্রায় ঘিরে রেখেছে পুলিস আর জগদীশের লোকেরা। ষাই ইবার। অনেকটা পথ। সাধে কি রসিকস। শুকিয়ে গেছে। ইনাবালির ৷ কৈলাসও সঙ্গে চলতে আরম্ভ করে বলে, আমিও যাব রামপুর। কি দরকার ? হয়রানি সার হবে। নতুন লোক দেখলেই ধরবে, নাজেহাল হয়ে যাবেন। চার-পাঁচ দিনের কমে হবে মালুম হয় না। কি আর দেখবেন ব্যাপার ? সে দেখাই আছে। ফিরে যান ভাই। ইনাবালির উপদেশ মেনে নেয় কৈলাস। আজি সন্ধ্যায় লোচনের বাড়িতে পিনাক সামন্তদের জমানাের ব্যবস্থা করেছে। তাকে হাজির থাকতেই হবে। मांeब्रांश একটা প্রদীপ জালিয়েছে লোচন এতগুলি লোকের জন্য। সরু সালতের ডগায় ক্ষীণ মুমূর্ব শিখাটা জলছে, সতর্ক নজর রেখেছে লোচন, মাঝে SVS)