পাতা:ইতিকথার পরের কথা.pdf/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৈলাস পিছিয়ে গেল-এতে তার জ্বালা । মেয়ে মানুষ ষে রাজী হল, কৈলাসের এত হিসাব কেন, এত ভয় কেন, এত স্পর্ধ কেন? ; . . . লক্ষ্মী নিজেই আবার নিজেকে বলে, ধিক মোকে। আমি দেখছি, মধুর মারও बाएछ, भन्नgएङ दाहमe cशैं6श्वi िशोब्र मा । , ? মধুর মা মারা গেল। একরকম না খেয়েই—যদিও একটা রোগ হয়ে। খাদ্য পেলে অখাদ্য খেয়ে এ রোগটা মানুষের বরণ করতে হয় না। কিন্তু মরতে মরতে রসিকের মা বলে, কপাল গো, কপাল! কত জন্মো পাপ করেছি তাই পেটের ছেলে খেতে দেয় না-বীে নিয়ে থাকে। তার জালাটা একটু কমাবার জন্যই লক্ষ্মী বলেছিল, তোমার ছেলেও খেতে পাচ্ছে না গো । বৌটাকে হাসপাতালে ঢুকিয়েছে অনেক কষ্টে, বাঁচবে। কিনা छैिक 6भद्दे । মধুর মা ক্ষীণস্বরে বলে, হবে না ? হবে না ? ভগোমান নেই ? মাকে না দেখলে বৌ মরবে না হাসপাতালে ? মরুক ! মরুক ! বলতে বলতে কথা বন্ধ হয়ে গিয়েছিল তার। মরবার আগে ভগবানের নাম তবু উচ্চারণ করা হয়ে গিয়েছিল ছেলের উপর ঝাল ঝাড়বার ছলে-কেউ কেউ তাতেই তুষ্ট হয়েছিল। যেভাবে হোক নাম করলেই হল । তার নয় মনের আগুনে ওসব বালাই পুড়ে ছাই হয়ে গেছে, সবার তো যায়নি। সবার সাথে থাকতে গেলে গোয়াতুমিও চলে না একেবারে কিছুই না মানার। পোড়া সংস্কারের ছাইগাদাতেও তাই চারা গজায়, বিশ্বাসের পোড়া ডালে গজায় নতুন পাতা ! বিচার-বিবেচনা করেই কৈলাস তার ঢালাও নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। প্রিয়ার ডাকে পুরুষ সাড়া না দিলে দশজন বলবে ভালবাসার অভাব। SDD BDBD DBDB T DBDDBDBBDD BBD BBB SS SBDBDBDD DDBDB তারই বিচার-বিবেচনাকে সে সম্মান করেছে। SN3