পাতা:ইতিকথার পরের কথা.pdf/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলঙ্কাতার কিছু মানুষেরও তেমনি দেশী ভাবের সেকেলে ধাচের গেয়ে মেলা দেখার শখ জাগবে সেটা বিচিত্র কি ! , ছোট ছোট সার্কাস, ম্যাজিক, জুয়াখেলার দল তালি-মারা জীর্ণষ্টাৰু সম্বল কৰে। এই সব মেলায় পয়সা লুটতে যায়। মেলার আসল আনন্দ ধামা ফুলে, পাটুি মাদুর, দা বঁটি বাসনপত্র খেলনা প্রভৃতি কেনাকাটা আর তেলে ভাজা খাবার খাওয়ায় কিন্তু মজার খেলা জুয়াখেলা, নাগরদোলার আমোদ ছাড়া, সে আনন্দ নিরামিষ হয়ে যায়। অন্তত দুটি পয়সা দিয়ে মানুষের আয়না,সাজানোর কায়দায় কাটা মুণ্ড দেখে আর সেই কাটামুণ্ডকে কথা কইতে শুনে আরেকবার আশ্চর্য না হলে যেন মানেই থাকে না মেলায় আসার। ', " মার্কাসওয়ালাদের সঙ্গে ছিল একটা ম্যাদামারা বাচ্চা বাঘ। তাবুর মত সব কিছুতেই তাদের জোড়াতালি, বাঘের খাচাটি পর্যন্ত ছিল নড়বড়ে। খাচা থেকে পালিয়ে বাঘটা গিয়ে লুকিয়েছিল নবশিল্প মন্দিরের ভিতরে। , , খবর পেয়ে শুভ এল বন্দুক দিয়ে বাঘ মারতে। আর সার্কাসের লোক এল বাঘটাকে ধরে খাচায় পুরতে। ও তারা ছিল একান্ত নিশ্চিন্ত । ও বাঘ একটা ছাগলকেও আঁচড়াবে না, বনে জঙ্গলেও পালাবে না। যেখানেই গা-ঢাকা দিক, লোকে দেখতে পেয়ে হৈ চৈ করবে, খবর পেয়ে তারা গিয়ে ধরে নিয়ে এসে খাচায় পুরবে। } ); খবর তারাও পেল, শুভ ও পেল। কিন্তু শুভাই পৌছল। আগে আমার পৌছে জানালার র্যাক দিয়ে তাক করে তিন গুলীতে খতম করে দিল বেচার বাঘের জীবন । ' 鸟 সার্কাসের লোকেরা এসে মাথায় হাত দিয়ে বসে পড়ল। , , , এ কি করলেন বাৰু? আমাদের রুজি-রোজগার মেরে দিলেন ? ছাড়ো কেন বাঘ ? কাকে মারবে, জখম করবে- ... . এ বাঘ কি জখম করে বাবু? ও শুধু নামেই বাঘ, লোক-দেখানে রাষ। . কিন্তু তখন আর এসব বলে লাভ কি। আমরা বাঘটাত্র দাম হিসাবে কয়েকটা DDDSDBLBDB BBB BBBLBB BD SS DBDB BBDSYSLDDDDSDDD DDDS BBu

  • SR 8