পাতা:ইতিকথার পরের কথা.pdf/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাগ চড়তে চড়তে মায়া পৌছে যায় টং হবার অবস্থায়। এই! বাবু ভিতরমে হায় ? হজুৱ । शश डिङन्न घ्जङ। হুকুম নেহি হুজুর। চোপরাও ! হুকুম নেহি! মায়া গট গট করে ভিতরে ঢুকে যায়। বাসন নিয়েই লক্ষ্মীর সঙ্গে কথা হচ্ছিল শুভর। নতুবা এতটা সে মশগুল সে, হয়ে পড়ত না । গরীবের মেয়ে একটু তেজী আর সপ্রতিভা হলেই সিনেমায় তার জন্য জমিদারের ছেলের ভীষণ টান জন্মায়, দেশী বাংলা সিনেমা দুচারটির বেশী দেখেনি বলেই বোধ হয়। শুভর বেলা সেটা ঘটেনি। সাধারণ চাষীর ঘরে কি ধরনের বাসন সবচেয়ে বেশী ব্যবহার হয়, বিয়েতে মোটামুটি কি কি বাসন যৌতুক দেওয়া হয়, গরীবের ঘরেও মেয়েরা যে ঝকঝকে করে মাজার জন্য ঘষে ঘষে দামী বাসনও ক্ষয় করে ফেলে এই বেহিসেবী ব্যাপারের আসল মানেটা কি, এই সব নানা কথা সে খুটিয়ে জেনে নিচ্ছিল। শহুরে আর গ্রাম্য বাসনে তফাত আছে কিনা। আর থাকলে সেটা কি রকম তফাত বুঝবার চেষ্টা করতে চাওয়ায় লক্ষ্মী হোসে ফেলে। বাসনের কি শহর আর গা ভেদ আছে ছোটবাবু? বাসনের তফাত হল। গিয়ে পয়সার তফাত । গরীবের ঘরে সাদামাটা ছোটখাট বাসন, বড়লোকের ঘরে রকমারি দামী দামী বাসন । কলসীই ধরুন না । শহরেও কলসীতে জল রাখে, গায়েও তাই রাখে। গেয়ে বৌয়ের পুকুরে ডুবে মরতে সুবিধা হবে বলে কি গায়ের জন্য ভিন্নরকম কলসী বানায় ? মায়ার আবির্ভাব ঘটে ঠিক এই সময় । দেখতে পায় সামনে মুখোমুখি চেয়ারে বসে লক্ষ্মী আঁচলে বাধা কৌটা থেকে পানদোক্তা নিয়ে মুখে দিচ্ছে, শুভ একান্ত দৃষ্টিতে তাই দেখছে ! ७ड ? (।ि कि बांतान ? SYe