পাতা:ইতিকথার পরের কথা.pdf/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঙ্কোকত, কোন বাজারে কিভাবে মাল যায়, কত লাভ থাকে-খুটিয়ে খুটিয়ে অফুরন্ত প্রশ্ন। জবাব শুনে সে খুশি হতে পারে না। মনে হয় এরা কোন হিসাবপত্রই রাখেন। অথবা তার কাছে অধিকাংশ কথা গোপন করে যাচ্ছে”। কত বাসন তৈরি করে কিরকম আয় হয় ? কোনমতে দিন চলে যায় ছোটবাবু। একি একটা জবাব ? কোটিপতি শিল্পপতির হিসাবে থাকে একটি পাই-এ আসা-যাওয়ার, ট্যাকস ফাকি দিতে যতই সে প্রকাশ্য হিসাব পাণ্টে দিক । বিজ্ঞান আর শিল্প ভাই ভাই, বিজ্ঞানের মত শিল্পেও সূক্ষ্ম সঠিক হিসাব চাই। হোক কুটিরশিল্প-কখনো ভালো দিন আসে, কখনো মন্দা পড়ে, শুধু এই নাকি তার মোট হিসাব ! অথবা এরা তাকে এড়িয়ে যাচ্ছে ? * মেজাজ হঠাৎ চড়ে যায় শুভর। একটা এলোমেলো দুর্বোধ্য দুঃসাধ্য সমস্যার ফাঁদে ফেলে তাকে নিয়ে একটু রঙ্গ করার জন্যই যেন গ্রাম্য বিনয়ের প্রতিমূৰ্তি তিনজন কঁসারী তার কঁাসার বাসনের কারখানা বাতিল করতে এসেছে। প্রশ্নে প্রশ্নে মুখর হয়ে উঠেছিল শুভ, আচমকা সে নির্বক ও গভীর হয়ে যায়। তিনজনের আপাদমস্তক এমনভাবে নিরীক্ষণ করে যেন কোন নেতা তার নিজের কাটুন দেখছে ! তোমরা কমল সকালে এস । তিনজনে মুখ চাওয়া-চাওয়ি করে। চোখের চাওয়ায় মুখের ভাবে আর মাথা নাড়ার সংকেতে তাদের মধ্যে যেন দুৰ্বোধ্য একটা পরামর্শ হয়ে যায় চটপট । ” সকালে আজ্ঞা ? দুপুরে না তো বিকেলে এলে হয় না ? সকালে মোরা পাঁচজনা দুটো কথা কইতে বসব কাল। এই নিয়ে সাংকেতিক পরামর্শ ! এই ব্যাপার নিয়ে কাল সকালে তাদের সলাপরামর্শের বৈঠক বসবে, সেটা তাকে জানাবে কি জানাবে না। জানানোই S. 89