পাতা:ইতিকথার পরের কথা.pdf/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গাছের ছায়ায় দাড়িয়ে কি ভাবছে মায়া ? লক্ষ্মী আবার বলে, একটু বসে যান না ? হলই বা ছোড়া পাটি। ছোড়া পাটিতে কি বসতে নেই ? মায়া যেন ঘুম ভেঙে বলে, কি বলছ ? বসতে বলছি। ना, बगद बां । अॉनेि बांई । শুভ বলে, ফিরে যাচ্ছি ? একটা কাজ করবে ? কাউকে দিয়ে আমার সু্যটকেশটা পাঠিয়ে দেবে ? তুমি থাকবে নাকি ? ईJा, क-नि थांकर डांछि । মায়ার চোখে আগুনের বিলিক মেরে যায় ! সু্যটকেশটা পাঠাব। কোথায় ? তোমার এই লক্ষ্মীর এখানে এনে দিয়ে যাব ? শুভ বলে, আমি কোথায় থাকব। ঠিক নেই। গজেনের দোকানে হোক এখানে হোক, মন্দর বাড়িতে হোক-যেখানে পার পৌছে দিও। আমি ঠিক পেয়ে যাব । লক্ষ্মী তাড়াতাড়ি বলে, সোজা কথা সহজ ভাষায় বোঝাতে পারেন না, কী লেখাপড়া শিখেছেন ? মায়াকে বলে, লোক দিয়ে যদি পাঠান সু্যটকেশটা, তাকে বলবেন যেখানে হোক দিয়ে গেলেই হবে, ওঁকে খুজতে হবে না। আপনি নিজে যদি নিয়ে আসেন যাকে জিজ্ঞেস করবেন। সেই বলে দেবে উনি কোথায় 'ङाCछन्म । মায়া শুভর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে বলে, তোমাদের দুজনের কথাই বুঝেছি। আমি কিন্তু সোজা ফিরব না, জ্যাঠামশায়ের সঙ্গে দেখা করে যাব। শুভ হেসে বলে, বেশ, তাই যাও। বাবা খুব খুশি হবেন। খুশি হোন বা না হেন খুব খুশি হবেন। জমিদারিটাই তোমার নামে লিখে দেবেন। RVN)