পাতা:ইতিকথার পরের কথা.pdf/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তার মানে কি শুনবে ? সমাজে নিজেদের পজিশন তোমরা জানো भी । নিজেদের কর্তব্য আর দায়িত্ব ভুলে তোমরা জীবনে রোমান্স আর রোমাঞ্চ আনতে ব্যাকুল। কথাটা তো বুঝতে পারছি না ! রোমান্স আর রোমাঞ্চের জন্যে আমরা পলিটিকস করি ? মায়া তীক্ষ দৃষ্টিতে তার দিকে তাকায়। ব্যঙ্গের সুরাটা তার কানে বাজে। ভূদেব চশমাটা খুলে রুমালে মুছে নেয়। শান্তভাবেই বলে, দ্যাখো, অ্যাজ এ ক্লাশ আমরা উচ্চ-শিক্ষিত মানুষেরাই হলাম দেশের সমাজের সেরা মানুষ। আমরাই গোড়া থেকে এদেশে নতুন চিন্তা নতুন কালচার নতুন সভ্যতা গড়ার কাজে নেতৃত্ব দিয়েছি। পলিটিকস বাদ দিলে আমাদের চলে না-আমাদের মধ্যে কেউ যদি পলিটিকস করে সেটাও দোষের কিছু নয় ! কিন্তু অন্যান্য দিকেও তো আমাদের নেতৃত্ব দিতে হবে, পথ দেখাতে হবে । আমরাই সেটা পারি। কারণ একমাত্র আমাদের সে চেতনা আছে, সেই দরকারী একনমিক ফ্রিডমও আছে। একনমিক ফ্রিডম ? আমাদের ? আমরা বুদ্ধি বেচে ক্যাপিটালিস্টদের মুনাফার একটু অংশ ভিক্ষা পাই, স্রেফ পয়সার জন্য আমরা দর্শন-বিজ্ঞানে পণ্ডিত হই ছি ছি শুভ, তোমার মধ্যে এমনি গোড়ামি ? পিয়সা ? দুশো বছর ধরে আমরা কি নতুন কালচার স্বষ্টি করে এসেছি। পয়সার জন্য ? পিয়সার জন্য শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞান আর রাজনীতি সব দিকে নেতৃত্ব দিয়েছি, নতুন সভ্যতা গড়েছি ? পয়সা আমাদের কাছে বড় ছিল না। শুভ, আজিও নেই। আমরা পয়সা চাই মানুষের মত বঁাচার জন্য। নেতৃত্ব দিতে হলে মাথা ঠিক থাকা চাই, সুস্থ জীবন চাই । জীবনে যদি আনন্দ না থাকে, অবসর না থাকে, পেটের চিন্তাতেই দিন কেটে যায়—নতুন কিছু সৃষ্টি করতে পারে মানুষ ? নতুন স্বষ্টি পেটের দরকার থেকেই আসে। পেটের দরকার থেকে আসে-পেটের চিন্তায় মেতে থাকলে আসে না । RRG ইতিকথা-১৫