পাতা:ইতিকথার পরের কথা.pdf/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তামাসা নয়, সত্যি সত্যি , জিজ্ঞেস করছি। অমন বৌটাকে ফেলে এসেছিস-ভাবনাটাবনা হয় না ? তুই ভেগেছিল জানলেই দু-চারজন নিশ্চয়, 可丐可C死可!, দিক না। নজর। নজর দিলে কি গায়ে ফোস্কা পড়ে? মন ভোলাবার চেষ্টা করবে তো ! -- করুক না। ভুলবাের মন হলে ভুলবে, আমি তার করব কি ? পাহারা, দিয়ে মন ঠিক রাখতে হবে, অমন মন দিয়ে কাজ নেই বাবা! . ফিরে গিয়ে যদি কানাযুষে কানে আসে ? সে তো আসতেই পারে। এটা ধরে ওটা ধরে বানিয়ে বানিয়ে রটাবার * মানুষ গায়ে আছে জানো না ? তোমার নামেই তো শুনে এলাম। মুলো-ক্ষেতে, লক্ষ্মীদির সাথে হাসিতামাসা করছিলে, হাত ধরে টেনেছিলে, নিধুর পিসী গিয়ে পড়েছিল তাই রক্ষা ! গাদার নামে যাই শোনো বিশ্বাস করবে না ? তোমার হল কি বল তো কৈলাসদা ? ঐ এক কথা নিয়ে প্যাচাল পাড়ছ ? কৈলাসের মনে আছে, খুশি হয়ে সে বিড়ি ধরিয়েছিল। লোকে বলে সন্দেহ বাতিক নাকি পীরিত্যের সেরা প্রমাণ ! মাঝে মাঝে ভাবত কৈলাস, লক্ষ্মী যেখানে সেখানে যায়, যার তার সঙ্গে মেলামেশা করে, শহরে হ্যািপ্ত কাটিয়ে }গায়ে গিয়ে মাঝে মাঝে কানাযুদ্ষো কানে আসে, কিন্তু কই, মনে তো তার খটকা লাগে না একবারও ! মহিমকে জেরা করে সে যেন নিজের মত আরেকজনকে আবিষ্কার করার স্বস্তি পেয়েছিল। তাই বটে, বিশ্বাস ছাড়া ভালবাসা ? সে যেন রস ছাড়া রসগোল্লা, 2ন ছাড়া ব্যঞ্জন ! সম-আদৰ্শবাদী আরেকজনকে আবিষ্কার করে খুশি হওয়ার আসল মানেট অবশ্য কৈলাস জানে না। সে তো হিসাবে আনেনি লক্ষ্মী আর তার মধ্যে কি সম্পর্ক আর কি সম্পর্ক এই মহিম আর গাদার মধ্যে ! লক্ষ্মী তার সামাজিক S © ዓ