পাতা:ইতিকথার পরের কথা.pdf/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিয়েই জানে না। বিয়ের আগেই গাঁদাকে সে ভালবেসেছিল এ যেন মন্ত দোষের কথা তার একটা লজ্জাকর দুর্বলতার প্রমাণ। পাশের গায়ের মেয়ে, মায়ের সঙ্গে কি রকম কুটুম্বিতার একটা সম্পর্ক আছে মেয়ের বাপের সঙ্গে, তাই না দেখা হয়েছে কথা হয়েছে মেয়েটার সঙ্গে তার, তাই না সে चांश छांग পেড়ে দিয়েছে। মেয়েটাকে, কাকডাকা ভোরে ফুল তুলতে বার হলে একবার কুকুর তাড়া করেছিল বলে ভোরবেলা ফুল তোলার সময় সাথে থেকেছে ? পুজোর সময় বর্ধার ভরা জলাটার টলটলে জল দেখে কার না নাইতে সাধ যায়? একলা অতদূর নির্জন জলায় গিয়ে তো নাইতে পারে না মেয়েটা, তাই না সে তাকে নিয়ে নাইতে গিয়েছে ? এসব করলেই ভালবাসা হয়ে গেল! বিয়ের আগে একবার যদি সে টের পেত। যে এসব থেকে তাদের ভালবাসা হয়েছে ধরে নিয়ে গাদার মাসী তার মাকে চেপে ধরেছিল আর লোচনের বিশেষ অনিচ্ছা সত্বেও ইচ্ছামতী উঠেপড়ে লেগে গাঁদাকে বেী করে ঘরে এনেছিলমজাটা সে টের পাইয়ে দিত সবাইকে। লক্ষ্মীর সঙ্গেও তামাসার সম্পর্ক । লক্ষ্মী ভড়কে যাবার ভান করে বলত, বল কি গো ? কী মজা টের পাইয়ে দিতে ? বিয়ে করতে না ওকে ? Rt: 1 ዝቆr তাতে অন্যের ক্ষতিটা কি হ’ত ? তোমরাই মজা টের পেতে ! তা এক কাজ কর না ? বিয়ে তো আর ফিরবে না, গাদাকে ছেড়ে দাও । আমিই ওকে পুষ্যব’খন, করব কি ! কিন্তু খাপর্দার, দু-দিন যেতে না যেতে সুড়সুড়ি করে গিয়ে হাজির হলে ঠ্যাং খোড়া করে দেব। এখনকার কথা বলছি নাকি ! তার মানে এই যে বিয়ের পর গাদার সঙ্গে তার ভালবাসা হয়েছে একথা যত খুশি বলুক সবাই মহিমের কোন আপত্তি নেই। বিয়ের আগেই ভালবাসা হয়েছিল এই মিছে কথা তুলে সবাই তাকে খোচাবে কেন ? কৈলাস বলেছিল, আহা বেশ তো, তাই নয় হল ? বিয়ের আগে কিছু ছিল না তোমাদের, গাদাকে দেখলেই তোমার গা জালা করত। এখন তো G. S.