পাতা:আজকের আমেরিকা.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



২০৮
আজকের আমেরিকা

বাজতে পাঁচ মিনিট মাত্র বাকি। বাসে করে ওয়াই. এম. সি. এ-তে এসে দেখলাম, মোহিতবাবু তখনও আসেন নি। রিডিং রুমে ‘মস্কো নিউজ’টা ফেলে দিয়ে একটা চেয়ারে চুপ করে বসে দরজার দিকে চেয়ে রইলাম।

 কতক্ষণ পর একজন পাঠক মস্কো নিউজটা হাতে উঠিয়েই ধপ করে তা টেবিলে ফেলে দিলেন, যেন সাপের গায়ে হাত দিয়েছেন। ভাবলাম এ হেন পদার্থ এখানে আনা উচিত হয় নি। তৎক্ষণাৎ মস্কো নিউজটা নিজের হাতে নিয়ে পাঠ করতে লাগ্‌লাম। যে ভদ্রলোক নামটা দেখেই আঁৎকে উঠেছিলেন তিনি জিজ্ঞাসা করলেন,

 “এটা কি আপনার?”

 “হাঁ।”

 “আপনি কি কমিউনিস্ট্‌ মত পোষণ করেন?”

 “এখনও ঠিক করি নি।”

 “এ সব কাগজ পাঠ করবেন না, ভগবানে ভক্তি থাকে না।”

 “আমাদের দেশে চার্বাক বলে একজন দার্শনিক ছিলেন, তিনি ভগবান বলে কিছু মানতেন না।”

 “সেরূপ দার্শনিকের কথা হচ্ছে না। কথা হচ্ছে, রুশরা ডিমক্র্যাট নয়, তারা ডিক্টেটরের নির্দেশ মত চলে।”

 “আপনারা?”

 “আমাদের দেশে ডিমক্র্যাসি পূর্ণমাত্রায় আছে।”

 “সেইজন্যই নিগ্রোরা পথে বার হলে লান্‌ছিত ও অপমানিত হয়, বুভুক্ষুর দল ইমপিরিয়েল ভ্যলীতে মরছে। ডিমক্র্যাসী বলতে আপনি কি তাই বোঝেন?”

 “ওয়াই, এম. সি. এ-র বৈঠকখানায় পাঁচশো লোক বসে আরাম করে