পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਫਟੋ | ( S) তক্ষণ আমরা কেবল রাজপুত-বীরনারীগণের জীবনী আলোচনা করিয়াছি । পাঁচ ছয়শত বৎসর যাবত ক্রমাগত পাঠান ও মোগলের সঙ্গে যুঝিয়া রাজপুতজাতি যখন দুর্বল হইয়া পড়িলেন, তখন দক্ষিণ ভারতে মারাঠা নামে আর একটি প্রবল হিন্দু জাতির আবির্ভাব হয়, একথাও পূর্বে আমরা উল্লেখ করিয়াছি। এই মারাঠা জাতিই একসময়ে বিশাল মোগল সাম্রাজ্যের শক্তি ধবংস করিয়া প্রায় সমস্ত ভারতে আপনাদের আধিপত্য স্থাপন করিয়াছিলেন । যে মহাপুৰুষ এই মারাঠা জাতি গঠন করিয়া তাহাকে এমন শক্তিশালী করিয়াছিলেন, তাহার নাম শিবাজি । জিজাবাই ইহার গর্ত্তধারিণী । মা যেমন ছেলেকৈ গড়িতে পারেন, মা যেমন ছেলেকে ঠিক পথে রাখিতে ও চালাইতে পারেন, এমন আর কেহই পারে না । বড় হুইবার মত শক্তি ও প্রবৃত্তি যার আছে, মায়ের শিক্ষা, মায়ের উৎসাহ যেমন তার সেই বড় হইবার পথে সহায় হইতে পারে, এমন আর কিছুই নয়। মা, যার, হাসিমুখে উৎসাহ ও • আশীৰ্বাদ লইয়া সম্মুখে দাঁড়ান, সে যেমন