পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

पश्द्धि-पश्ौि । N মধ্যে "আসিয়া পড়িলেন। জ্বলন্ত উৎসাহবাক্যে ক্ষত্রিয় বীর অন্নপন সৈন্যগণকে উৎসাহিত করিয়া, পুনরায় অমিত বিক্রমে মুশলমান-সৈন্যের সম্মুখীন হইতে আদেশ করিলেন। কিন্তু বিচ্ছিন্ন সৈন্য আর আগের মত শ্রেণীবদ্ধ হইতে পারিল না। আরব সৈন্য অগ্রসর হইয়া যে স্থান অধিকার করিয়াছে, আর সে স্থান হইতে তাহার হটিল না। দাহিরের বিচ্ছিন্ন ও স্বলিত পদ সৈন্যশ্রেণী ভেদ করিয়া ক্রমে তাহারা অগ্রসর হইতে লাগিল । দাহির বুঝিলেন, জয় ও রাজ্যরক্ষার আশা আর নাই। কিন্তু স্বাধীনতা হারাইয়া জীবন রাখিতে তিনি ইচ্ছক হইলেন না। জীবনের শেষ—আশার শেষ—প্রচণ্ড শক্তিতে শত্রুসৈন্য বিনাশ করিতে করিতে অবশেষে বীর নৃপতি দাহির, শত্রুশোণিতে সিক্ত রণ-শয্যায়, ক্ষত্রিয় বীরের পরম গতি লাভ করিলেন। দীপ নিভিল ; কিন্তু ক্ষত্রিয়ের মর্য্যাদা তেমনি অকলঙ্কিত রহিল । কেবল, দাহিরের কাপুরুষ পুত্র, ক্ষত্রিয় 'গৌরব মসিলিপ্ত করিয়া দূরবত্তী কোন নগরে পলায়ন করিল। সিন্ধুরাজ্য বিপদ সমুদ্রে পতিত হইল। ) R ( وه • ব্রাজধানী আলোর অরক্ষিত। রাজা নিহত, রাজপুত্র পল্লায়িত, সৈন্য বিধ্বস্ত, কে আর নগর রক্ষা করিবে ? অসহায়